Prithvi Shaw | VIRAL VIDEO: অন্ধকার ঘরে আদিম খেলায় দেশের স্টার ক্রিকেটার ! মডেল-বান্ধবীদের সঙ্গে ৫৭ সেকেন্ডে...
Prithvi Shaw: পৃথ্বী বিতর্ক ভালোবাসেন না বিতর্ক পৃথ্বীকে ভালোবাসে! এই প্রশ্ন উঠতেই পারে বারবার...
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ২০১৮ সালে ভারত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতেছিল পৃথ্বী শ'র (Prithvi Shaw) নেতৃত্ব। তখন তাঁকে বলা হচ্ছিল ভারতীয় ক্রিকেটের 'নেক্সট বিগ থিং'। মহারাষ্ট্রের ক্রিকেটার তাঁর স্কিল ও টেকনিকে চোখ কপালে তুলে দিয়েছিলেন বহু ক্রিকেট পণ্ডিতের!
সেই বছর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ১৮ বছর বয়সে, টেস্ট অভিষেকেও সেঞ্চুরি পান পৃথ্বী। তবে ভারতীয় দলের আগামীর তারা কোথাও যেন খসে গেলেন মধ্যগগণে থেকে। বিগত কয়েক বছরে পৃথ্বী যেন আর পৃথ্বীতে নেই! ক্রিকেট তাঁর জীবনে গণ্য় হয়ে গিয়েছে মুখ্য় হয়ে উঠেছে তাঁর রঙিন জীবনযাপন, নারীসঙ্গ ও বিতর্ক। ফের একবার চর্চায় পৃথ্বী!
আরও পড়ুন: রোহিত শর্মার বদলে রাতারাতি অস্ট্রেলিয়ায় ভারতের অধিনায়ক বিরাট কোহলি!
গত ৯ নভেম্বর ২৫ বছরে পা দিয়েছেন পৃথ্বী। জন্মদিনে অভিনেত্রী-মডেল শেফালি জারিওয়ালা ছাড়াও একাধিক বান্ধবীদের আমন্ত্রণ জানিয়ে ছিলেন তিনি। পৃথ্বী এরপর ঘরের আলো নিভিয়ে রমনীদের সঙ্গে উদ্দাম অন্তরঙ্গ নাচে মেতে ওঠেন। সেই ভিডিয়ো নেটপাড়ায় ভাইরাল হতেই, ফের একবার পৃথ্বীকে চরম কটাক্ষ করছে নেটপাড়া। ২০২১ সালের পর আর পৃথ্বীকে দেশের জার্সিতে দেখা যায়নি। প্রথম শ্রেণির ক্রিকেট ও আইপিএল খেলেন তিনি। তাও ওজন বেড়ে যাওয়া নিয়েও পৃথ্বীকে সমালোচনা হজম করতে হয়েছে।
একেতে ফিটনেসের অভাব তারউপর ফর্মে না থাকা! এছাড়াও শৃঙ্খলাভঙ্গের মতো একাধিক ইস্য়ু রয়েছে পৃথ্বীর! তিনি মুম্বইয়ের রঞ্জি দল থেকেও বাদ পড়েছিলেন। যদিও সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে মুম্বইয়ের প্রাথমিক দলে পৃথ্বীকে রাখা হয়েছে। তবে এই ভিডিয়ো ভাইরাল হওয়ার পর কেউই ভালো ভাবে দেখছেন না! নেটপাড়া বলছে পৃথ্বীকে পরবর্তী সচিন হিসেবে দেখা হচ্ছিল, কিন্তু আজ তাঁকে শক্তি কাপুর, প্রেম চোপড়ার মতো বলিউডের ভিলেন বলেই মনে হচ্ছে। কেউ কেউ আবার পৃথ্বীর ভিতর বিনোদ কাম্বলির ছায়াও দেখতে পারছেন...
আরও পড়ুন: ছুটিতে থাইল্যান্ডে ধোনি, সমুদ্রে শিশুর মতো দাপাদাপি... ভিডিয়ো করলেন কে?
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)