ভারত জুয়াড়িদের ঘাঁটি, পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটারের বিস্ফোরক মন্তব্য

তাঁদের নিজেদের দেশের ক্রিকেট সার্কিট দুর্নীতিতে জেরবার। কিন্তু অন্য দেশকে অকারণ আক্রমণ করতে ছাড়ছেন না।

Updated By: May 7, 2020, 08:51 PM IST
ভারত জুয়াড়িদের ঘাঁটি, পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটারের বিস্ফোরক মন্তব্য

নিজস্ব প্রতিবেদন— কাঁচের ঘরে থাকেন তারা। আবার অন্যের বাড়ির দিকে ঢিলও ছোড়েন। পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটারদের এমনই স্বভাব। তাঁদের নিজেদের দেশের ক্রিকেট সার্কিট দুর্নীতিতে জেরবার। কিন্তু অন্য দেশকে অকারণ আক্রমণ করতে ছাড়ছেন না। পাকিস্তান ক্রিকেটের একের পর এক তারকার নাম জড়িয়েছে ফিক্সিংয়ে। কিন্তু পাকিস্তান ক্রিকেটের প্রাক্তনদের নিজেদের দেশের দিকে নজর নেই। সামমান বাট, মহম্মদ আমিরদের নাম তো ছিলই। সম্প্রতি উমর আকমলকে তিন বছরের জন্য নিষিদ্ধ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এর পরও পাকিস্তানের প্রাক্তন তারকা আকিব জাভেদ বলছেন, ভারত নাকি ফিক্সিং—এর ঘাঁটি। এখান থেকেই ক্রিকেট বিশ্বে ফিক্সিং ছড়ায়।

আরও পড়ুন—  বিশাখাপত্তনমে গ্যাস লিক, মৃতের পরিবারকে সমবেদনা কোহলি, সানিয়ার

আকিব জাভেদ বলেছেন, ''আইপিএল নিয়ে এর আগেও অনেক প্রশ্ন উঠেছে। আমার মনে হয়, ফিক্সিংয়ের আসল ঘাঁটি ভারত। ওখানেই সব কুখ্যাত জুয়াড়িদের ডেরা। আইপিএলে ফিক্সিং কাণ্ড কতদূর গড়িয়েছিল তা তো আমাদের সবারই জানা।'' আকিব জাভেদ আরও বলেছেন, ক্রিকেটার হিসাবে তিনিও জুয়াড়িদের কাছ থেকে একাধিকবার ম্যাচ গড়াপেটার প্রস্তাব পেয়েছিলেন। কিন্তু তিনি কখনও জুয়াড়িদের প্রস্তাব মেনে নেননি। আর সেই জন্য তাঁকে অনেক মূল্য দিতে হয়েছে। আকিব বলেছেন, ''ওদের প্রস্তাবে সাড়া দিইনি বলেই আমার কেরিয়ার অনেক আগে শেষ হয়েছে। এমনকী আমি পাকিস্তান দলের কোচ হতেও পারিনি। আমি জুয়াড়িদের বিরুদ্ধে মুখ খুলেছিলাম। সেই জন্য আমার কেরিয়ার অনেক আগে শেষ হয়ে গিয়েছে। ওদের বিরুদ্ধে মুখ খুললে কেরিয়ারে বেশি দূর এগোনো যায় না।''

.