লড়ে জিতল পর্তুগাল, হেরে বিদায়ের মুখে নেদারল্যান্ড

ইউরো কাপে গ্রুপ বি-র ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াইয়ে জয় পেল পর্তুগাল। ডু অর ডাই ম্যাচে ডেনমার্ককে ৩-২ গোলে হারিয়ে দেন রোনাল্ডোরা। অন্যদিকে, জার্মানির কাছে ২-১ গোলে হেরে শেষ আটে যাওয়ার লড়াইটা প্রায় শেষ হয়ে গেল নেদারল্যান্ডসের কাছে।

Updated By: Jun 14, 2012, 09:07 AM IST

ইউরো কাপে গ্রুপ বি-র ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াইয়ে জয় পেল পর্তুগাল। ডু অর ডাই ম্যাচে ডেনমার্ককে ৩-২ গোলে হারিয়ে দেন রোনাল্ডোরা। ম্যাচে প্রথম থেকেই আক্রমণের ঝড় তোলে বেন্টোর দল। খেলার ২৩ মিনিটে কর্নার থেকে দুরন্ত হেড করে দলকে এগিয়ে দেন পেপে। তারপর ৩৬ মিনিটে ব্যবধান বাড়ায় পর্তুগাল। নানির পাসকে কাজে লাগিয়ে বল জালে জড়ান পোস্টিগা।
এর কিছু পরেই ডেনমার্কের হয়ে ব্যবধান কমান বেন্টনার। বিরতির সময় খেলার ফল ছিল ২-১। দ্বিতীয়ার্ধে জয়ের জন্য অলআউট ঝাঁপায়ে ডেনমার্ক। ৭৯ মিনিটে দলকে সমতায় ফেরান আবার সেই বেন্টনার। কিন্তু ৮৭ মিনিটে ভ্যারেলার গোলে বাজিমাত করে পর্তুগাল। এই জয়ের ফলে শেষ আটে যাওয়ার আশা জিইয়ে রাখল বেন্টোর দল।

অন্যদিকে জার্মানির কাছে ২-১ গোলে হেরে শেষ আটে যাওয়ার লড়াইটা প্রায় শেষ হয়ে গেল নেদারল্যান্ডসের কাছে। বুধবারের ম্যাচের প্রথমার্ধেই জার্মানিকে এগিয়ে দেয় মারিও গোমেজের পর পর দু`টি গোল। যদিও ম্যাচ শুরুর পাঁচ মিনিটের মাথায় গোলের সুবর্ণ সূযোগ হাতছাড়া করে ডাচ ব্রিগেড। জার্মান ডিফেন্সের দেওয়াল পেরিয়ে বল পৌঁছলেও ভ্যান পার্সির শট গিয়ে পরে গোলকিপারের হাতে। শেষপর্যন্ত অবশ্য আর্সেনালের ওই স্ট্রাইকারই ম্যাচ শেষের পনেরো মিনিট আগে নেদারল্যান্ডসের হয়ে একমাত্র গোলটি দেন। বুধবারের জয়ের ফলে দু`টি ম্যাচে ছয় পয়েন্ট পেয়ে শেষ আটে যাওয়া কার্যত নিশ্চিত করে ফেলল জার্মানরা।

.