এবার মেগা EURO Final 2020, মধ্য রাতে Italy vs England ম্যাচ, কী বলছে পরিসংখ্যান?

ইংল্যান্ড এখনই বলতে শুরু করে দিয়েছে কাপ আসছে ঘরে। 

Updated By: Jul 11, 2021, 03:42 PM IST
এবার মেগা EURO Final 2020, মধ্য রাতে Italy vs England ম্যাচ, কী বলছে পরিসংখ্যান?

নিজস্ব প্রতিবেদন: কোপা আমেরিকার ফাইনাল (Copa America Final 2021) শেষ। কিন্তু ফুটবল ফিভার জারি থাকছে। আর কয়েক ঘণ্টার মধ্যে ফের মহারণ। রবির রাতে ইউরো ফাইনালে মুখোমুখি ইটালি বনাম ইংল্যান্ড (Italy vs England)। ওয়েম্বলির হাইভোল্টেজ ফাইনাল নিয়ে উত্তেজনার পারদ এখন তুঙ্গে।

জর্জিও কিয়েলিনির ইটালি খেলবে হ্যারি কেনের ইংল্যান্ডের সঙ্গে। আজুরিদের অভিযান থেকে উঠে গিয়েছে হার নামের শব্দটা। জেতাটা যাদের অভ্যাসে পরিণত হয়েছে। ইটালি হয়ে উঠেছে 'দ্য উইনিং মেশিন'! অন্যদিকে ১৯৬৬ সালের পর ইংল্যান্ড প্রথম কোনও মেজর টুর্নামেন্টের (বিশ্বকাপ বা ইউরো কাপ) ফাইনালে উঠেছে। ইংল্যান্ড এখনই বলতে শুরু করে দিয়েছে কাপ আসছে ঘরে। ফলে রুদ্ধশ্বাস ফাইনাল হবে তা এখনই বলা যায়।

আরও পড়ুন:UEFA EURO Final 2020: Italy vs England ম্যাচে টিকিটের দাম উঠল ৫৬ লক্ষ!

হেড-টু-হেড:

খেলা হয়েছে ২৭ বার
ইংল্যান্ড জিতেছে ৮ বার
ইটালি জিতেছে ১১ বার
ম্যাচ ড্র হয়েছে ৮ বার

শেষ পাঁচ সাক্ষাৎ:

২০১৮ সালে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ইটালি-ইংল্যান্ড ১-১ ড্র
২০১৫ সালে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ইটালি-ইংল্যান্ড ১-১ ড্র
২০১৪ সালের বিশ্বকাপে ইটালি ২-১ হারায় ইংল্যান্ডকে
২০১২ সালে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ইংল্যান্ড ২-১ হারায় ইটালিকে
২০১২ সালে ইউরো কাপে ইটালি ৪-২ জেতে (পেনাল্টি শুট আউটে)

আরও পড়ুন:ব্রিটিশ ফ্যানেদের চূড়ান্ত অভব্যতা! ইংল্যান্ডকে দিতে হবে ২৬ লক্ষ টাকার জরিমানা
 

গুরুত্বপূর্ণ পরিসংখ্যান:

 

ইটালি ১০ নম্বর মেজর ফাইনালে ( ৬বার বিশ্বকাপ ৪ বার ইউরো) খেলতে নামছে। ইটালির চেয়ে এক মাত্র জার্মানি বেশি বার (১৪) খেলেছে 

১৯৬৬ সালের পর ইংল্যান্ড প্রথম কোনও মেজর টুর্নামেন্টের (বিশ্বকাপ বা ইউরো কাপ) ফাইনালে উঠেছে। ৫৫ বছর পর ফাইনালে থ্রি-লায়ন্স।
 
মেজর টুর্নামেন্টে ইটালি কখনও ইংল্যান্ডের বিরুদ্ধে হারেনি। ১৯৮০ র ইউরোতে আজুরিরা ১-০ জেতে, ১৯৯০ ও ২০১৪ বিশ্বকাপে ইটালি ২-১ জেতে। ২০১২ সালে ইউরো কাপে ইটালি ৪-২ জেতে (পেনাল্টি শুট আউটে)

'দ্য উইনিং মেশিন' তকমা পাওয়া ইটালি সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ৩৩ ম্যাচ অপরাজিত। এটাই তাদের দীর্ঘতম সময় ধরে অপরাজিত থাকার রেকর্ড। ৮৬টি গোল করেছে ইটালি, হজম করেছে ১০টি। 

ওয়েম্বলিতে ইংল্যান্ড শেষ ১৭ ম্যাচের মধ্যে ১৫টি জিতেছে। সব প্রতিযোগিতা মিলিয়ে তারা ডজন ম্যাচ অপরাজিত।

কোনও দল একই ইউরোতে দু'বার পেনাল্টি শুটআউটে জেতেনি।

ইংল্যান্ড বনাম ইটালি ইউরো ফাইনাল লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে। ভারতীয় সময়ে রাত ১২টা ৩০ মিনিটে ম্যাচ শুরু। টিভিতে ম্যাচ সম্প্রচারিত হবে Sony Ten 2 SD ও HD তে। দেখা যাবে Sony Six SD ও HD তে। মোবাইলে খেলা দেখার জন্য: Sony LIV ও Jio TV

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.