ইংল্যান্ড-ওয়েলস ম্যাচের আগেই কথার লড়াইয়ে বেল ঘণ্টা বাজিয়ে দিলেন!
ইউরোয় ইংল্যান্ড বনাম ওয়েলসের হাইপ্রোফাইল ম্যাচের আগেই মাঠের বাইরে লড়াই শুরু। গ্যারেথ বেলের দেওয়া খোঁচা তাকে ফেরত দিলেন ত্রি লায়ন্সের কোচ রজ হজসন। রুনিদের মুখোমুখি হওয়ার আগে ওয়েলসের সেরা তারকা বেল সাফ বলেছিলেন ইংল্যান্ডের তুলনায় তাঁদের দলের ফুটবলারদের আবেগ বেশি। একই সঙ্গে প্রতিপক্ষর উদ্দেশ্যে বেল বলেছিলেন বড় কোনও সাফল্য পাওয়ার আগেই ইংল্যান্ড নিজেদের বড় করে দেখায়।
ওয়েব ডেস্ক : ইউরোয় ইংল্যান্ড বনাম ওয়েলসের হাইপ্রোফাইল ম্যাচের আগেই মাঠের বাইরে লড়াই শুরু। গ্যারেথ বেলের দেওয়া খোঁচা তাকে ফেরত দিলেন ত্রি লায়ন্সের কোচ রজ হজসন। রুনিদের মুখোমুখি হওয়ার আগে ওয়েলসের সেরা তারকা বেল সাফ বলেছিলেন ইংল্যান্ডের তুলনায় তাঁদের দলের ফুটবলারদের আবেগ বেশি। একই সঙ্গে প্রতিপক্ষর উদ্দেশ্যে বেল বলেছিলেন বড় কোনও সাফল্য পাওয়ার আগেই ইংল্যান্ড নিজেদের বড় করে দেখায়।
শান্ত স্বভাবের রয় হজসন বেলের তিরগুলো ভাল ভাবে নিতে পারেননি। প্রতিপক্ষ দলের কোনও ফুটবলারের মন্তব্যে তাঁর বিশেষ কিছু এসে যায় না বলে জনিয়েছেন হজসন। মাঠে আবেগের সঙ্গে খেলার প্রশ্নেও বেলকে উড়িয়ে দিয়েছেন কেনদের হেড স্যার। সব মিলিয়ে ইংল্যান্ড-ওয়েলস ম্যাচের আগেই কথার লড়াইয়ে জমে গেল দ্বৈরথ।