লর্ডসে ইংল্যান্ড ক্রিকেটের সূর্যোদয়, কিউইদের হারিয়ে স্মরণীয় টেস্ট জয় কুকদের

Updated By: May 25, 2015, 11:03 PM IST
লর্ডসে ইংল্যান্ড ক্রিকেটের সূর্যোদয়, কিউইদের হারিয়ে স্মরণীয় টেস্ট জয় কুকদের

ইংল্যান্ড- ৩৮৯, ৪৭৮
নিউজিল্যান্ড-৫২৩,২২০।
ইংল্যান্ড জয়ী ১২৪ রানে

ওয়েব ডেস্ক: বিশ্বকাপে বিপর্যয়, দুর্বল ওয়েস্ট ইন্ডিজের কাছে টেস্ট সিরিজ হারের পর একেবারে মুছড়ে পরা ইংল্যান্ড ক্রিকেটে যেন জীবন দিল লর্ডস টেস্ট। এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে প্রতিশ্রুতিবান কিউই দলকে একেবারে অবিশ্বাস্যভাবে কায়দায় হারিয়ে দিল ইংল্যান্ড। লর্ডসে টেস্টের একাবের শেষদিনে ইংল্যান্ড ক্রিকেটাররা অপ্রতিরোধ্য হয়ে উঠলেন। অতি বড় সমর্থকদের ম্যাচের লিখতে দেওয়া হয়ে ঠিক যেরকম হত অ্যান্ডারসন,স্টোকস,ব্রডরা ঠিক সেটাই করলেন। চতুর্থ দিনের খেলা শেষে মনে হচ্ছিল লর্ডস টেস্ট ড্র হতে চলেছে। ৪২৯ রানে ৬ উইকেট নিয়ে খেলতে নেমে ৪৭৮ রানে অলআউট হয়ে যায় ইংল্যান্ড। অর্থাত্‍ জেতার জন্য চতুর্থ ইনিংসে নিউজিল্যান্ডকে করতে হত ৩৪৪ রান। ইংল্যান্ডের প্রয়োজন ছিল ১০ উইকেট। ৮০ ওভারের মত খেলা হওয়ার কথা।

এমন অবস্থায় বল করতে নেমে ইংল্যান্ডের পেসাররা ঘাতক হয়ে ওঠেন। অ্যান্ডারসন, ব্রডরা প্রাথমিক ধাক্কা দেওয়ার পর বেন স্টোকস কিউই ব্যাটিংয়ে মুড়িয়ে দেন। দ্বিতীয় ইনিংসে শতরান করার পর স্টোকস নিলেন ৩ উইকেট। প্রথম ইনিংসেও ৯২ রান করেছিলেন স্টোকস। কিউই ব্যাটসম্যানদের বিশ্বকাপে সেই প্রতাপ ব্রিটিশ বোলিংয়ের সামনে একেবারে অচেনা লাগে। ব্র্যান্ডন ম্যাককুলাম, মার্টিন গুপ্তিল সহ মোট তিনজন কিউই ব্যাটসম্যান শূন্যরানে আউট হন। দলের বড় বিপর্যয়ের মাঝে লড়ছিলেন কোরি অ্যান্ডারসন (৬৭), ওয়াটলিং। ষষ্ঠ উইকেটে এই দুই কিউই ব্যাটসম্যান জয়-পরাজয়ের মাঝে পাঁচিল হয়ে দাঁড়িয়ে পড়েন। কিন্তু উজ ওয়াটলিং (৫৯) কে ফেরানোর পর ইংল্যান্ড জয়ের গন্ধ পেয়ে ঝাপিয়ে পড়ে।

ইংল্যান্ড ক্রিকেটে আজ দীর্ঘদিন পর সূর্য উঠল। এরই মাঝে খবর ইংল্যান্ডের কোচ হয়ে আসছেন ট্রেভর বেইলি। আর ৩৯৯ উইকেটেই আপাতত থেমে জেমস অ্যান্ডারসন।

.