যুবভারতীতে মহারণ, অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের মেগা ফাইনালে মুখোমুখি ইংল্যান্ড ও স্পেন
নিজেস্ব প্রতিনিধি : ফুটবলের মক্কায় অনুর্ধ্ব-১৭ বিশ্বকাপের মেগা ফাইনালে মুখোমুখি ইউরোপের দুই জায়েন্ট স্পেন ও ইংল্যান্ড। দু'দলই কোনওদিনও যুব বিশ্বকাপ জয়ের স্বাদ পায়নি। মেগা দ্বৈরথে যারাই বাজিমাত করবে তারাই ইতিহাসের পাতায় নাম লেখাবে।
তিন সপ্তাহ ধরে চলা বিশ্বযুদ্ধের জমজমাট পরিসমাপ্তি ঘটতে চলেছে আজ। ফুটবলের মক্কায় অনুর্ধ-১৭ বিশ্বকাপের মেগা ফাইনালে মুখোমুখি ইউরোপের দুই জায়েন্ট স্পেন ও ইংল্যান্ড। অল ইউরোপিয়ান ফাইনালে তিকিতাকা বনাম প্রেসিং ফুটবলের লড়াই। যুবভারতী ক্রীড়াঙ্গনে নতুন ইতিহাস সৃষ্টি হবে আজ রাতে। কলকাতার মাটিতে এই ফাইনালে বদলা নেওয়ার সুযোগ স্টিভ কুপারের ইংল্যান্ডের সামনে।
আরও পড়ুন- ব্রিটিশ বিস্ময় বালকের হ্যাটট্রিকে স্বপ্নভঙ্গ ব্রাজিলের, যুব বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ড
পাঁচ মাস আগে অনুর্ধ-১৭ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের ফাইনালে এই স্পেনের কাছেই টাইব্রেকারে হেরে গিয়েছিল ইংল্যান্ড। হতাশায় মাঠ ছেড়েছিল ত্রি লায়ন্স। কলকাতায় হিসেব মিটিয়ে দেওয়ার সুযোগ ব্রিউস্টার, ফোডনদের সামনে।
চলতি যুব বিশ্বকাপের টানা ছটা ম্যাচ জিতে ফাইনালে উঠেছে ইংল্যান্ড। ব্রিউস্টার, ফোডেনরা গোলের বন্যা বইয়ে দিয়েছে। ইংল্যান্ডের যুব দলের পাসিং ফুটবল নজর কেড়েছে ভারতের মাটিতে। তার ওপর ছটা ম্যাচের মধ্যে পাঁচটা ম্যাচ যুবভারতীতে খেলেছে কুপার ব্রিগেড। পরিবেশ,পরিস্থিতি ভালোই জানা টিম ইংল্যান্ডের। বাড়তি পাওনা ব্রাজিলকে তিন-এক গোলে হারিয়ে ফাইনালে নামার আগে ফুটছে ব্রিউস্টাররা। অন্যদিকে বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলের কাছে হারলেও ঘুরে দাঁড়িয়েছে স্পেন। তিতিতাকার ঝলকে ট্রফি জয়ের সামনে দাঁড়িয়ে স্প্যানিশ আর্মাডা। স্যান্তিয়াগো ডেনিয়ার দলও ইতিহাস গড়তে চায় ভারতের মাটিতে।