Paris 2024: এবার অলিম্পিক্সের পদক জয়ীরা বাড়ি ফিরবেন আইফেল টাওয়ার নিয়ে!
Eiffel Tower metal in Paris Olympics and Paralympics medals 2024 : অলিম্পিক্স ও প্য়ারালিম্পিক্স পদকে থাকছে দুরন্ত চমক। অ্য়াথলিটরা পদক জিতে বাড়ি ফিরবেন আইফেল টাওয়ার নিয়ে!
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মাঝে আর ঠিক চার মাস। তারপরেই 'দ্য় গ্রেটেস্ট শো অন আর্থ'। আগামী ২৬ জুলাই থেকে ১১ অগস্ট পর্যন্ত প্য়ারিসে চলবে অলিম্পিক্স (Paris 2024)। এরপর অগস্টের ২৮ থেকে ৮ সেপ্টেম্বর পর্যন্ত প্য়ারালিম্পিক্স। অলিম্পিক্সের আয়োজক কমিটি বৃহস্পতিবার অর্থাৎ আজ পদক উন্মোচন করে দিল। ষড়ভুজাকৃতির পদকে থাকছে প্য়ারিসের ল্য়ান্ডমার্ক আইফেল টাওয়ার (Eiffel Tower)!
আরও পড়ুন: MS Dhoni: শিকড় আঁকড়েই রাঁচির রাজপুত্র! বন্ধুর ঋণ মেটালেন এভাবেই, কিংবদন্তিকে কুর্নিশ সকলের
অলিম্পিক্স ও প্য়ারালিম্পিক্স মিলিয়ে মোট ৫০৮৪টি পদক তৈরি করা হয়েছে। মাল্টিপল স্পোর্টসের সবচেয়ে বড় ইভেন্টের সোনা-রুপো-ব্রোঞ্জ পদকের নকশা করেছে ফ্রান্সের বিখ্য়াত জুয়েলারি সংস্থা শোমে। অতীতে আইফেল টাওয়ারের সংস্কার হওয়ার পর সেটার ভগ্নাংশ রাখা হয়েছিল একটি অজানা গুদামঘরে। সেখান থেকেই লোহা সংগ্রহ করে তা মেশানো হয়েছে পদকগুলিতে। প্য়ারিস ২০২৪ অ্যাথলিট'স কমিশনের পৌরোহিত্য় করছেন মার্টিন ফরকেড। তাঁরই দলেরই এই বিশেষ পরিকল্পনা। এক বিবৃতিতে জানানো হয়েছে, 'নিশ্চিত ভাবেই আইফেল টাওয়ার আমাদের পছন্দের। ফ্রান্স এবং প্যারিসের এই আইকনিক স্মৃতিস্তম্ভ আইফেল টাওয়ার। সবচেয়ে মর্যাদাপূর্ণ বস্তুকেই পদকের সঙ্গে মিলিয়ে দেওয়ার ভাবনা ছিল।'
প্যারালিম্পিক্সের পদকরে নীচ থেকে আইফেল টাওয়ারের ফুটে উঠেছে। এবং ব্রেইলে প্যারিস চব্বিশের স্ট্যাম্প খোদাই করা রয়েছে। যে ফরাসি ব্যক্তি এটি আবিষ্কার করেছিলেন তাঁর প্রতি জানানো হয়েছে শ্রদ্ধা। অলিম্পিক্স পদকের এক দিকে গ্রিসে এই ইভেন্টের পুর্নজন্মের কথা বলা হয়েছে।
অন্য়দিকে ২০২৮ অলিম্পিক্সের দিকে নজর থাকবে সকল ক্রিকেট ফ্য়ানদের। ১৯০০ সালে শেষবার অলিম্পিক্সে ছিল ক্রিকেট। তারপর ফের ২০২৮ অলিম্পিক্সে ফিরছে ক্রিকেট। ২০৩২ অলিম্পিক্সেও থাকবে ক্রিকেট। আইওসি আঠাশের অলিম্পিক্সে ক্রিকেট সহ-পাঁচটি খেলা অন্তর্ভুক্ত করতে চেয়েছিস। যুব সমাজের আগ্রহের কথা মাথায় রেখে ক্রিকেটের সঙ্গেই বেসবল/ সফটবল, ফ্ল্যাগ ফুটবল, ল্যাক্রোস ও স্কোয়াশ রাখা হয়েছে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp)