ডার্বি জিতল ইস্টবেঙ্গল, প্রবল বচসায় জড়ালেন ইস্ট-মোহন সমর্থকরা

পথ অবরোধ করার চেষ্টা করেন মোহনবাগান সমর্থকরা। 

Updated By: Oct 26, 2018, 06:23 PM IST
ডার্বি জিতল ইস্টবেঙ্গল, প্রবল বচসায় জড়ালেন ইস্ট-মোহন সমর্থকরা

নিজস্ব প্রতিনিধি : অনূর্ধ্ব-১৮ ইউথ আই লিগে মোহনবাগানকে ২-০ গোলে হারাল কোয়েস ইস্টবেঙ্গল। শুভনীল ঘোষ ও সিলভানা কিমার গোলে চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগানকে হারাল লাল-হলুদ শিবির। ডার্বি ম্যাচ জিতেও অবশ্য খারাপ অভিজ্ঞতার মুখে পড়তে হল ইস্টবেঙ্গলের জুনিয়র ফুটবলারদের। দুই দলের সমর্থকদের বচসার জেরে তাদের বেশ কিছুক্ষণ আটক থাকতে হল মাঠে। যদিও শেষমেশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে ফুটবলারদের ড্রেসিংরুমে ফেরার ব্যবস্থা করে পুলিশ।

আরও পড়ুন-  ওয়াইএসআর কংগ্রেস প্রধানের উপর হামলা, বিমানবন্দরের বাইরে ভুগতে হল টিম ইন্ডিয়াকে

ইস্টবেঙ্গল-মোহনবাগান ম্যাচ ঘিরে এদিন রণক্ষেত্রের চেহারা নেয় মোহনবাগান মাঠ। ম্যাচের শুরু থেকেই গ্যালারিজুড়ে প্রবল উত্তেজনার আঁচ ছিল। ম্যাচ গড়ানোর সঙ্গে সঙ্গে সেই উত্তেজনা ধীরে ধীরে বচসার আকার নেয়। ঘটনার সূত্রপাত ম্যাচ শেষ হওয়ার মিনিট কয়েক আগে। ইস্টবেঙ্গল গ্যালারি থেকে আচমকাই উঁচিয়ে ধরা হয় একখানা সবুজ-মেরুন পতাকা। সেই পতাকায় লেখা ছিল, আমরাই মোবাইল চুরি করেছি। এর পরই ইস্টবেঙ্গল গ্যালারির দিকে তেড়ে যান মোহনবাগান সমর্থকরা। বাঁশ, লাঠিসহ হাতের সামনে যে যা পান তাই নিয়ে লাল-হলুদ গ্যালারির দিকে যুদ্ধের মেজাজে ছুটতে থাকেন সবুজ-মেরুন সমর্থকরা। শেষ পর্যন্ত রণংদেহী মোহনবাগান সমর্থকদের ঠেকাতে পুলিশকে লাঠি চার্জ করতে হয়। ম্যাচের উত্তেজনা ছড়াতে থাকে ম্যাচের বাইরেও। 

আরও পড়ুন-  অমৃতসর ট্রেন দুর্ঘটনায় শোকজ্ঞাপন, 'শত্রু' আফ্রিদিকে বুকে জড়িয়ে নিলেন গম্ভীর

এর পর পথ অবরোধ করার চেষ্টা করেন মোহনবাগান সমর্থকরা। কিন্তু পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। 

(ছবি- কোয়েস ইস্টবেঙ্গলের ফেসবুক পেজ থেকে নেওয়া)

.