ISL 2022-23 : সমর্থকদের জন্য সুখবর, East Bengal FC নামে মাঠে নামছে লাল-হলুদ
ISL 2022-23 : লাল-হলুদ নিজের নামে আইএসএল খেললেও, চিরপ্রতিদ্বন্দ্বী সবুজ-মেরুনের পাশ থেকে এখনও পর্যন্ত এটিকে সরেনি। মোহনবাগানের সঙ্গে এটিকে নাম যুক্ত থাকা নিয়ে অনেক মাস ধরেই আন্দোলন চলছে।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কথা রাখল লাল-হলুদের নতুন বিনিয়োগকারী ইমামি। ১ অগাস্ট 'ইস্টবেঙ্গল দিবস'-এ (East Bengal Day) নতুন বিনিয়োগকারীরা ঘোষণা করেছিল এ বারের আইএসএল-এ (ISL 2022-23) নিজের নামেই খেলবে ইস্টবেঙ্গল (East Bengal)। আর তাই হল। মহাষষ্ঠীর দিন লাল-হলুদের সব ধরনের সোশ্যাল মিডিয়ার নাম বদলে গেল। ইমামি ইস্টবেঙ্গল (Emami East Bengal) থেকে এখন নতুন নাম ইস্টবেঙ্গল এফসি (East Bengal FC)। ফলে দেশে-বিদেশে ছড়িয়ে থাকা অগণিত লাল-হলুদ সমর্থকদের উচ্ছ্বাস যে বাড়বে, সেটা নিয়ে সন্দেহের অবকাশ নেই।
আগেই জানানো হয়েছিল, আইএসএলে নামেই খেলবে লাল-হলুদ শিবির। ফলে একটা আশা ছিলই সমর্থকদের মনে। সেই আশা পূরণ হয়ে গেল পুজো শুরুর দিনেই। মহাষষ্ঠীর শুভ দিনে নিজেদের সোশ্যাল মিডিয়ায় দেখা গেল 'ইস্টবেঙ্গল এফসি'। লাল-হলুদ ক্লাবের ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম পেজে নাম পরিবর্তন করে সমর্থকদের বড় উপহার দিল ইস্টবেঙ্গল।
পড়ুন, বাঙালির প্রাণের উৎসবে আমার 'e' উৎসব। Zee ২৪ ঘণ্টা ডিজিটাল শারদসংখ্যা
আজ দেবীর বোধন, আমন্ত্রণ ও অধিবাস,
পুজো মানেই মিলনমেলা, আনন্দ ও উল্লাস।সকলকে জানাই শুভ মহাষষ্ঠী! #JoyEastBengal #EmamiEastBengal #ShubhoShashthi pic.twitter.com/av9gdQbSuu
— East Bengal FC (@eg_eastbengal) October 1, 2022
তবে লাল-হলুদ নিজের নামে আইএসএল খেললেও, চিরপ্রতিদ্বন্দ্বী সবুজ-মেরুনের পাশ থেকে এখনও পর্যন্ত এটিকে সরেনি। মোহনবাগানের সঙ্গে এটিকে নাম যুক্ত থাকা নিয়ে অনেক মাস ধরেই আন্দোলন চলছে। মাঠ-ময়দান থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া 'রিমুভ এটিকে' আন্দোলনে উত্তাল। চলছে বিস্তর সমালোচনা। প্রিয় ক্লাবের নামের আগে স্পন্সরের নাম যুক্ত থাকুন, সেটা কোনওমতেই মেনে নিতে পারছিলেন না সবুজ-মেরুন সমর্থকরা। এই নিয়ে প্রতিবাদও হচ্ছে। শেষমেষ নাম বদলের ব্যাপারে ভাবতে বাধ্য হয়েছে ক্লাব ম্যানেজমেন্ট ও স্পনসররা। তবে ইস্টবেঙ্গল কিন্তু নাম বিতর্কের পথে হাঁটল না। বরং যে নামে শতাব্দীপ্রাচীন ক্লাবকে চেনেন সমর্থকরা, সেই নামই বজায় থাকল। ইস্টবেঙ্গল এফসি- এই নামেই আইএসএল খেলবে লাল-হলুদ।