হার দিয়ে ফেডারেশন কাপ অভিযান শুরু ইস্টবেঙ্গলের
ডেম্পো (১) ইস্টবেঙ্গল (০)
ওয়েব ডেস্ক: ফেডারেশন কাপের প্রথম ম্যাচে হেরে গেল ইস্টবেঙ্গল। গোয়ার ফার্তোদা স্টেডিয়ামে ডেম্পোর কাছে ০-১ গোলে হেরে গেল আর্মান্দোর লালহলুদ। পুরনো দলের কাছে হেরে গেলেন কোলাসো।
ম্যাচের ৪০ মিনিটে একমাত্র গোলটি করে ডেম্পোকে জেতালেন রোমিও ফার্নান্ডেজ। টোলগে, মান্দাররা সুযোগগুলো কাজে লাগাতে পারলে আরও বড় ব্যবধানে জিততেই পারত আর্থার পাপাসের দল। র্যান্টি, ডুডু, সুসাকদের নিয়ে গড়া ইস্টবেঙ্গল প্রথম ম্যাচে একদমই খেলতে পারেনি। আইএসএলে
এদিকে, আগামিকাল, মঙ্গলবার বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে ম্যাচ দিয়ে ফেডারেশন কাপের অভিযান শুরু করছে মোহনবাগান। সবুজ-মেরুনের কোচের হটসিটে বসার পর এটাই প্রথম ম্যাচ সঞ্জয় সেনের। নতুন কোচ দায়িত্ব নেওয়ার পর কয়েকদিন অনুশীলন করেই ভারতের অন্যতম সেরা টুর্নামেন্টে মাঠে নামছেন সোনি-বোয়ারা।
রবিবার স্টেডিয়ামে বসে সুনীল ছেত্রীদের জয় দেখেন মোহনবাগান কোচ। অ্যাশলে ওয়েস্টউডের দলকে বেশ সংগঠিত বলে মনে হয়েছে সঞ্জয় সেনের। চলতি মরশুমে এই প্রথম মুখোমুখি হবে এই দুই হেভিওয়েট দল। এবারের মোহনবাগান দলে বেশ কিছু নতুন মুখ রয়েছে। অচেনা তাস দিতে বাজিমাত করতে চাইছেন সঞ্জয়।
একমাত্র স্ট্রাইকার হিসেবে বলবন্তকে সামনে রেখে দল সাজাচ্ছেন বাগান কোচ। বোয়া, সোনি ও কাতসুমির ত্রিফলা আক্রমণে বেঙ্গালুরুতে চাপে ফেলাই সঞ্জয়ের টার্গেট। সোমবারের অনুশীলনে রক্ষণে বেলো রাজাকের পাশে কখনও খেলানো হয় কিংশুককে, কখনও আবার আনওয়ারকে। ফুটবলারদের সঙ্গে কথা বলে প্রথম একাদশ বাছবেন মোহনবাগান কোচ।