কলকাতা লিগের প্রস্তুতি শেষ ইসটবেঙ্গলের, প্রথম দুই ম্যাচে খেলছে না মোহনবাগান

প্রাক মরসুম প্রস্তুতি শেষ। শুরু হয়ে গেল কলকাতা প্রিমিয়ার লিগ। শুক্রবার ইস্টার্ন রেলের বিরুদ্ধে মরসুমের প্রথম ম্যাচ খেলতে নামছে মরগ্যানের ইস্টবেঙ্গল। চোট-আঘাত সমস্যা থাকলেও, মরগ্যানের দাবি,তাঁরা পুরো তিন পয়েন্ট পাওয়ার জন্য প্রস্তুত।

Updated By: Aug 16, 2012, 10:57 PM IST

প্রাক মরসুম প্রস্তুতি শেষ। শুরু হয়ে গেল কলকাতা প্রিমিয়ার লিগ। শুক্রবার ইস্টার্ন রেলের বিরুদ্ধে মরসুমের প্রথম ম্যাচ খেলতে নামছে মরগ্যানের ইস্টবেঙ্গল। চোট-আঘাত সমস্যা থাকলেও, মরগ্যানের দাবি,তাঁরা পুরো তিন পয়েন্ট পাওয়ার জন্য প্রস্তুত।
ওপারা-পেন নেই। চিডি পুরোপুরি ম্যাচ ফিট নন। দলের একঝাঁক ফুটবলার জাতীয় শিবিরে। অসুস্থ ও আনফিট হওয়ার জন্য নেই আরও ৫ জন গুরুত্বপূর্ন ফুটবলার। এই অবস্থায় প্রথম ম্যাচ খেলতে নামার আগে আত্মবিশ্বাসী কোচ মরগ্যান। তবে এই মরসুম থেকে কোচিংয়ের পাশাপাশি ফুটবলার হিসেবে মাঠে নামতে মরিয়া অ্যালভিটো। দলের গুরুত্বপূর্ন ফুটবলার অ্যালভিটোর মতে, ম্যাচের শুরুতেই গোল পেয়ে গেলে প্রথম ম্যাচেই সুবিধা হবে ইস্টবেঙ্গলের।
গত মরসুমে চোটের জন্য মাঠের বাইরেই ছিলেন। অন্যভূমিকায় দেখা গিয়েছিল ইস্টবেঙ্গলের ব্র্যান্ড অ্যাম্বাসাডর অ্যালভিটো ডি কুনহাকে। মরগ্যানের সহকারী হিসেবে কোচিং অভিজ্ঞতা নিয়ে, চলতি মরসুমের শুরুতে বিদেশে কোচিং লাইসেন্সও নিয়েছেন অ্যালভি। এবার আবার নিজেকে ফিট করে ফুটবলার হিসেবে মাঠে নামতে চাইছেন অ্যালভিটো। যুবভারতীতেই প্রথম ম্যাচ খেলবে ইস্টবেঙ্গল।
অন্যদিকে কলকাতা লিগের প্রথম দুটি ম্যাচ না খেলার সিদ্ধান্ত নিয়েছে মোহনবাগান। কারণ জাতীয় শিবিরে একঝাঁক ফুটবলার চলে যাওয়া। মোহনবাগানের এই সিদ্ধান্তে কলকাতা লিগের বাকি দলগুলি সমস্যায় পড়বে বলে দাবি মহমেডান কর্তা কামরুদ্দিনের। তাঁর অভিযোগ, প্রতিবারই সমস্যা তৈরি করে মোহনবাগান। এমনকী মোহনবাগানের এই সিদ্ধান্তকে গুন্ডামি বলে সমালোচনা করেন মহমেডান কর্তা কামরুদ্দিন।
 

.