মঙ্গলবার বেঙ্গালুরুতে বিনিয়োগকারী সংস্থার সঙ্গে মেগা বৈঠক ইস্টবেঙ্গল কর্তাদের
মনে করা হচ্ছে ক্লাব আর বিনিযোগকারী সংস্থার বিচ্ছেদ প্রক্রিয়া নিয়েই আলোচনা হতে পারে বৈঠকে।
নিজস্ব প্রতিবেদন : মঙ্গলবার বেঙ্গালুরুতে ইস্টবেঙ্গলের মেগা বৈঠক। বিনিয়োগকারী সংস্থার ডাকে অজিত আইজ্যাকের সঙ্গে বসতে চলেছেন লাল-হলুদ কর্তারা। কেন হঠাত করে তাদের বৈঠকে ডাকা হল,তা নিয়ে কিছুটা ধন্দে আছেন ইস্টবেঙ্গল কর্তারা।
কেননা অতীতে বহুবার নানা ইস্যুতে চিঠি দেওয়া হলেও,তাতে কর্নপাত করেনি বিনিযোগকারী সংস্থা। মনে করা হচ্ছে ক্লাব আর বিনিযোগকারী সংস্থার বিচ্ছেদ প্রক্রিয়া নিয়েই আলোচনা হতে পারে বৈঠকে।
কর্তারা জানুযারি উইন্ডোতে নতুন ফুটবলার নিয়ে দল শক্তিশালী করার অনুরোধ জানাবেন। ক্লাবের বকেয়া টাকাও চাওয়া হবে বিনিযোগকারী সংস্থার কাছ থেকে। উল্টোদিকে বিনিযোগকারী সংস্থার কাছ থেকে ক্লাবকে নতুন কোনও প্রস্তাব দেওয়া হয় কিনা,সেদিকেও নজর থাকবে সবার।
আরও পড়ুন - I LEAGUE 2019-20: ডার্বির আগে লুধিয়ানায় পঞ্জাব চ্যালেঞ্জ মোহনবাগানের