র‍্যান্টিই কেবল থাকবেন, বাকি বিদেশীদের ছাঁটবে লাল-হলুদ

মরসুম শেষ হতে এখনও বেশ খানিকটা সময় বাকি। অঙ্কের বিচারে এখনও আই লিগে চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ আছে লাল-হলুদের। তবে এখন থেকেই নতুন মরসুমের পরিকল্পনা শুরু করে দিয়েছে ইস্টবেঙ্গল। প্রাথমিকভাবে র‍্যান্টি মার্টিন্স ছাড়া বাকি সব বিদেশিকে ছেড়ে দিতে চলেছে লাল-হলুদ। মার্কি ফুটবলার লিও বার্তোসের সঙ্গে ২ বছরের চুক্তি থাকলেও, কিউই বিশ্বকাপারের সঙ্গে গোল্ডেন হ্যান্ডশেক করে নিতে চলেছে ইস্টবেঙ্গল। অসি ডিফেন্ডার মিলান সুসাককেও আর রাখবে না লাল-হলুদ। এমনকি বিদায় নিতে চলেছেন র‍্যান্টির স্ট্রাইকিং পার্টনার ডুডু। ভাল দল তৈরি করেও ঘরোয়া লিগ ছাড়া চলতি মরসুমে আর কিছুই জিততে পারেনি ইস্টবেঙ্গল। তাই আগামী মরসুমে বিদেশি বাছার ক্ষেত্রে আরও সাবধানী হতে চাইছে লাল-হলুদ কর্তারা।

Updated By: May 5, 2015, 08:50 PM IST
র‍্যান্টিই কেবল থাকবেন, বাকি বিদেশীদের ছাঁটবে লাল-হলুদ

ওয়েব ডেস্ক: মরসুম শেষ হতে এখনও বেশ খানিকটা সময় বাকি। অঙ্কের বিচারে এখনও আই লিগে চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ আছে লাল-হলুদের। তবে এখন থেকেই নতুন মরসুমের পরিকল্পনা শুরু করে দিয়েছে ইস্টবেঙ্গল। প্রাথমিকভাবে র‍্যান্টি মার্টিন্স ছাড়া বাকি সব বিদেশিকে ছেড়ে দিতে চলেছে লাল-হলুদ। মার্কি ফুটবলার লিও বার্তোসের সঙ্গে ২ বছরের চুক্তি থাকলেও, কিউই বিশ্বকাপারের সঙ্গে গোল্ডেন হ্যান্ডশেক করে নিতে চলেছে ইস্টবেঙ্গল। অসি ডিফেন্ডার মিলান সুসাককেও আর রাখবে না লাল-হলুদ। এমনকি বিদায় নিতে চলেছেন র‍্যান্টির স্ট্রাইকিং পার্টনার ডুডু। ভাল দল তৈরি করেও ঘরোয়া লিগ ছাড়া চলতি মরসুমে আর কিছুই জিততে পারেনি ইস্টবেঙ্গল। তাই আগামী মরসুমে বিদেশি বাছার ক্ষেত্রে আরও সাবধানী হতে চাইছে লাল-হলুদ কর্তারা।

 

.