ইস্টবেঙ্গল এখন ডারউইনের মতবাদ মেনে চলছে

ইস্টবেঙ্গল এখন চলছে ডারউইনের মতবাদ মেনে।যোগ্যতমের উদবর্তন।প্রতিটি পজিশনে ভালমানের ফুটবলারের সংখ্যা প্রয়োজনের চেয়ে অতিরিক্ত।সেজন্যই কলকাতা লিগে ভাল খেললেও কেভিন লোবো ফেডকাপে সুযোগ পান না।বুধবার আইলিগ অভিযানের প্রস্তুতি শুরু করার দিনও সেই সমস্যা তাড়া করে বেড়াচ্ছে ফেডকাপ চ্যাম্পিয়নদের।

Updated By: Oct 3, 2012, 04:21 PM IST

ইস্টবেঙ্গল এখন চলছে ডারউইনের মতবাদ মেনে।যোগ্যতমের উদবর্তন।প্রতিটি পজিশনে ভালমানের ফুটবলারের সংখ্যা প্রয়োজনের চেয়ে অতিরিক্ত।সেজন্যই কলকাতা লিগে ভাল খেললেও কেভিন লোবো ফেডকাপে সুযোগ পান না।বুধবার আইলিগ অভিযানের প্রস্তুতি শুরু করার দিনও সেই সমস্যা তাড়া করে বেড়াচ্ছে ফেড চ্যাম্পিয়নদের।
মেহতাব যখন প্রথম দুটি ম্যাচ নিয়ে ভাবছেন,তখন কোচ মরগ্যানের টার্গেট প্রথম লেগে কমপক্ষে ২৭ থেকে ২৮ পয়েন্ট পেয়ে খেতাবি লড়াইয়ে থাকা। ফেডারেশন কাপের দল নিয়েই কি স্পোর্টিং ক্লাব দ্য গোয়ার বিরুদ্ধে আইলিগের প্রথম ম্যাচ খেলতে গোয়ায় যাবে,নাকি দলে সুযোগ পাবেন ফিট হয়ে ওঠা রবিন সিং।কোচ ট্রেভর মরগ্যান এব্যাপারে ধোঁয়াশা রাখছেন।যদিও বিশেষ সূত্রের খবর,আইলিগের প্রথম দুটি ম্যাচে দলে স্থান হচ্ছেনা রবিন সিংয়ের। ইস্টবেঙ্গল টিম ম্যানেজমেন্ট চাইছে না ফেডারেশন কাপের উইনিং কম্বিনেশন চট করে ভেঙে ফেলতে।
যুবভারতীর ফ্লাডলাইট সমস্যা এখনও মেটেনি।ক্রীড়ামন্ত্রী আশ্বাস দিয়েছেন,আগামি নভেম্বরেই চালু হয়ে যাবে স্টেডিয়ামের ফ্লাডলাইট।কিন্তু কলকাতার প্রবল গরমে যুবভারতীতে দিনেরবেলা ম্যাচ খেলা কঠিন বলে মনে করেন ফেডকাপ চ্যাম্পিয়ন কোচ।
 
এদিকে আইলিগের প্রথম দুটি ম্যাচের পরই জাতীয় দলের জন্য ফুটবলার ছেড়ে দিতে হবে ক্লাবগুলিকে।মরগ্যান অবশ্য সে নিয়ে খুব একটা চিন্তিত নন। গত আইলিগে প্রথম দুটি ম্যাচে মাত্র এক পয়েন্ট পেয়েই ভারতসেরা হওয়ার স্বপ্ন ফানুসের মত উবে গিয়েছিল ইস্টবেঙ্গল শিবির ছেড়ে।অতীত থেকে শিক্ষা নিতে চাইছেন লাল হলুদ ফুটবলাররা।সাত তারিখ আইলিগের প্রথম ম্যাচে গোয়ায় ইস্টবেঙ্গল মুখোমুখি হবে স্পোর্টিং ক্লাব দ্য গোয়ার।দ্বিতীয় ম্যাচে ভাইচুংয়ের মাতৃভূমিতে ইউনাইটেড সিকিম-ইস্টবেঙ্গল ম্যাচ।দলের নির্ভরযোগ্য মিডফিল্ডার মেহতাব হোসেনের দাবি,এই দুই ম্যাচে নিদেনপক্ষে তিন পয়েন্ট পেলে চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে থাকা যাবে ।
 

.