BFCEBFC ISL 2022-23: আইএসএলে দ্বিতীয় জয়, অ্যাওয়ে ম্যাচে বেঙ্গালুরুকে হারাল ইস্টবেঙ্গল

লিগ টেবিলে আট নম্বরে উঠে এলেন স্টিফেন কনস্টান্টাইনের ছেলেরা।

Updated By: Nov 12, 2022, 12:02 AM IST
BFCEBFC ISL 2022-23: আইএসএলে দ্বিতীয় জয়, অ্যাওয়ে ম্যাচে বেঙ্গালুরুকে হারাল ইস্টবেঙ্গল

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আইএসএলে অ্যাওয়ে ম্যাচে জিতল ইস্টবেঙ্গল এফসি। ঘরের মাঠে ধরাশায়ী বেঙ্গালুরু এফসি! বেঙ্গালুরুতে মেধা টুর্নামেন্টে দ্বিতীয় জয় পেল লাল-হলুদ বাহিনী। লিগ টেবিলে আট নম্বরে উঠে এল স্টিফেন কনস্টান্টাইনের ছেলেরা।

চলতি আইএসএলে ডার্বি-সহ পর পর বেশ কয়েকটি ম্যাচে হার। এবার কী ঘুরে দাঁড়াবে ইস্টবেঙ্গল? জয়ের খরা কাটল অ্যাওয়ে ম্যাচে। বেঙ্গালুরুর কান্তিরাভা স্টেডিয়াম জ্বলল মশাল। তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়লেন লাল-হলুদ ফুটবলাররা।

এদিন ম্যাচে শুরু থেকেই একে অপরে চাপ রাখার চেষ্টা করছিল বেঙ্গালুরু এফসি ও ইস্টবেঙ্গল এফসি। প্রথমার্ধে অবশ্য তুলনামূলকভাবে ভালো খেলছিলেন সুনীল ছেত্রী, রয় কৃষ্ণরাই। ম্যাচে বয়স তখন মাত্র ৭ মিনিট। ইস্টবেঙ্গল গোল লক্ষ্য করে শট নেন সুনীল ছেত্রী। অল্পের জন্য সেই শট লক্ষ্যভ্রষ্ট হয়। এরপর যখন ক্লেটনকে বক্সের মধ্যে ফেলে দেন সন্দেশ জিঙ্ঘন, তখন পেনাল্টির আবেদন জানায় ইস্টবেঙ্গল। কিন্তু রেফারি পেনাল্টি দেননি।

 

দ্বিতীয়ার্ধে প্রতি আক্রমণ কৌশল নেন ইস্টবেঙ্গল কোচ স্টিফেন কনস্টান্টাইন। তাতে ফলও হচ্ছিল। কিন্তু গোল সুযোগ কিছুতেই কাজে লাগাতে পারছিলেন না ফুটবলাররা। বরং দলকে এগিয়ে দেওয়ার সুযোগ পেয়ে গিয়েছিলে বেঙ্গালুরু এফসি-র রয় কৃষ্ণ। কিন্তু গোলকিপারকে একা পেয়েও বল বাইরে পাঠিয়ে দেন তিনি! শেষপর্যন্ত ৬৯ মিনিটে নাওরেমের পাস থেকে ইস্টবেঙ্গল হয়ে জয়সূচক গোলটি করেন গোল করেন ক্লেটন। এর আগে, নর্থ ইস্টের বিরুদ্ধে জিতেছিল লাল-হলুদ বাহিনী।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.