পাক হ্যাকার হানা কলকাতা ময়দানেও!
ইস্টবেঙ্গল ক্লাবের সমর্থকদের এক ফ্যান ক্লাবের ওয়েবসাইট হ্যাকিং করল পাকিস্তানের হ্যাকাররা এমনই অভিযোগ উঠল। ইস্টবেঙ্গল সমর্থকদের নিয়ে তৈরি হওয়া এই ওয়েবসাইটটি ক্লাবের বিভিন্ন খবর, তথ্য, ছবি, পরিসংখ্যান দেয়। ইস্টবেঙ্গল ফ্যান ক্লাবের সেই ওয়েবসাইট খুললেই এখন দেখা যাচ্ছে পাকিস্তানের জঙ্গিদের বিভিন্ন উগ্র প্রচার।
দেশের বিভিন্ন ওয়েবসাইটের মত কলকাতা ময়দানও শিকার হল জঙ্গি হ্যাকারদের।
ইস্টবেঙ্গল ক্লাবের সমর্থকদের এক ফ্যান ক্লাবের ওয়েবসাইট হ্যাকিং করল পাকিস্তানের হ্যাকাররা এমনই অভিযোগ উঠল। ইস্টবেঙ্গল সমর্থকদের নিয়ে তৈরি হওয়া এই ওয়েবসাইটটি ক্লাবের বিভিন্ন খবর, তথ্য, ছবি, পরিসংখ্যান দেয়। ইস্টবেঙ্গল ফ্যান ক্লাবের সেই ওয়েবসাইট খুললেই এখন দেখা যাচ্ছে পাকিস্তানের জঙ্গিদের বিভিন্ন উগ্র প্রচার। ক ঘণ্টা আগেও যেখানে চিডি, মার্কোস ফ্যালোপাদের ছবি, খবর, সেই ওয়েবসাইটেই লেখা, ``পাকিস্তান জিন্দাবাদ, ভারতকে আমরা অনেকবার যুদ্ধে হারিয়েছি, আমরা অসহায়.. ``।
গতকাল রাতে হঠাত্ই দেখা যায় এই ওয়েবসাইটটি হ্যাক হয়ে গিয়েছে। তাতে লেখা এই ওয়েবসাইটটি আমরা হ্যাক করেছি। পাক সাইবার মাফিয়া হ্যাকার দাবি করা অ্যানোন এক্স রেক্স নামের এই সংস্থাটি বিভিন্ন
সেই ওয়েবসাইটের উদ্যোক্তারা দাবি করেছেন, পাক জঙ্গি সংগঠন এই হ্যাকিংয়ের দায় স্বীকার করেছে। সেই সঙ্গে তারা দেশের আরও বেশ কিছু সাইট হ্যাক করেছে বলেও দাবি। পুলিসের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে।