ম্যারাথন বাস যাত্রা শেষে রাজধানীতে পৌঁছলেন কিবুরা

রবিবার সকালে নিউটাউনের আবাসন থেকে ছেড়েছিল ফুটবলারদের বাস।  বিহার, ঝাড়খন্ড, বেনারস, আগ্রা হয়ে সোমবার বিকেলে তা পৌঁছয় দিল্লিতে।

Reported By: সুশোভন মুখোপাধ্যায় | Edited By: সুখেন্দু সরকার | Updated By: May 4, 2020, 08:25 PM IST
ম্যারাথন বাস যাত্রা শেষে রাজধানীতে পৌঁছলেন কিবুরা

নিজস্ব প্রতিবেদন: ম্যারাথন বাস যাত্রার পর অবশেষে দিল্লি পৌঁছল মোহনবাগান- ইস্টবেঙ্গলের স্প্যানিশ ব্রিগেড। সোমবার বিকেলে রাজধানীতে পৌঁছে গেলেন কিবু ভিকুনা- মারিও রিভেরাদের বিশেষ বাস।

দিল্লিতে পৌঁছে বিমানবন্দরের কাছের একটি হোটেলে ওঠেন বেইতিয়ারা।  সেখানেই বিশ্রাম নেন স্প্যানিশ ফুটবলাররা। মঙ্গলবার ভোরে স্প্যানিশ দূতাবাসের ব্যবস্থা করা বিশেষ বিমানে নেদারল্যান্ডস উড়ে যাবেন তাঁরা।  আমস্টারডাম থেকে যে যাঁর শহরে পৌঁছাবেন কোচ -ফুটবলাররা।

রবিবার সকালে নিউটাউনের আবাসন থেকে ছেড়েছিল ফুটবলারদের বাস।  বিহার, ঝাড়খন্ড, বেনারস, আগ্রা হয়ে সোমবার বিকেলে তা পৌঁছয় দিল্লিতে। দীর্ঘ বাস যাত্রার ধকল ছিল প্রত্যেকের চোখেমুখে। তবে লকডাউন এর মধ্যেও বাড়ি ফেরার আনন্দে তা নিমেষে উধাও হয়ে যায়।

আরও পড়ুন -  বিশ্বকাপ ফাইনালে জিদানের গুঁতো! ১৪ বছর পর প্রকাশ্যে এল নেপথ্য কাহিনি

.