Durand Cup 2023: ডুরান্ডে কি ফের ডার্বি! নকআউটে ইস্ট-মোহনের প্রতিপক্ষ কে? রইল সব আপডেট

Durand Cup 2023 Quarterfinal fixtures revealed: ডুরান্ড কাপের নকআউটের সূচি ঘোষিত হয়ে গেল। কলকাতার তিন প্রধানের মধ্যে দুই প্রধানই পেরেছে শেষ আটে জায়গা করে নিতে। এই প্রতিবেদনে রইল ইস্ট-মোহনের খেলার দিনক্ষণ ও প্রতিপক্ষ।  

Updated By: Aug 22, 2023, 07:49 PM IST
Durand Cup 2023: ডুরান্ডে কি ফের ডার্বি! নকআউটে ইস্ট-মোহনের প্রতিপক্ষ কে? রইল সব আপডেট
ডুরান্ডে কি ফের ডার্বি!

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ডুরান্ড কাপের নকআউটে (Durand Cup 2023) সূচি চলে এল সামনে। নকআউটে লড়াইয়ের যোগ্যতা অর্জন করেছে কলকাতার দুই প্রধান ইস্টবেঙ্গল (East Bengal), মোহনবাগান সুপার জায়েন্ট (Mohun Bagan Super Giant), মুম্বই সিটি এফসি (Mumbai City FC), গোকুলাম কেরালা এফসি (Gokulam Kerala FC), এফসি গোয়া (FC Goa), নর্থইস্ট ইউনাইটেড এফসি (Northeast United FC), চেন্নাইয়িন এফসি (Chennaiyin FC) ও আর্মি রেড (Army Red)। দু'দিন আগে মহামেডান (Mohammedan SC) স্পোর্টিং ক্লাব কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে, জামশেদপুর এফসি-র বিরুদ্ধে (Mohammedan SC vs Jamshedpur FC) ৬-০ গোলে জিতেছিল। শুধু জিতলেই হত না সাদা-কালো বাহিনীকে। অন্তত ৭ গোলে জিতলেই নকআউটের দরজা খুলে যেত। গোল পার্থক্যে এগিয়ে থাকায় শেষ আটে চলে যায় মোহনবাগান সুপার জায়েন্ট (Mohun Bagan Super Giant)। ফলে কলকাতার দুই দলের কাছেই এখন সুযোগ রয়েছে ডুরান্ডে কামড় বসানোর। ডুরান্ডের এবারের নিয়ম অনুযায়ী, ছ’টি গ্রুপের শীর্ষ থাকা দলের পাশাপাশি সব গ্রুপ মিলিয়ে দ্বিতীয় স্থানে থাকা সেরা দুই দলই শেষ আটে উঠেছে।

আরও পড়ুন: East Bengal: ময়দানে মশালবাহিনীর অশ্বমেধের ঘোড়া ছুটছে, সুপার সিক্স প্রায় নিশ্চিত লাল-হলুদের

এবার দেখে নিন ডুরান্ডের নকআউটে কোন দল খেলবে কোন দলের বিরুদ্ধে

প্রথম কোয়ার্টার ফাইনাল হবে ২৪ অগস্ট (বৃহস্পতিবার) সন্ধে ৬টায়

নর্থ-ইস্ট ইউনাইটেড খেলবে আর্মি রেডের বিরুদ্ধে
গুয়াহাটির ইন্দিরা গান্ধী অ্যাথলেটিক স্টেডিয়ামে খেলা

দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল হবে ২৫ অগস্ট (শুক্রবার) সন্ধে ৬টায়

ইস্টবেঙ্গল খেলবে গোকুলাম কেরালা এফসির বিরুদ্ধে
কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনেই সেই ম্য়াচ

তৃতীয় কোয়ার্টার ফাইনাল হবে ২৬ অগস্ট (শনিবার) সন্ধে ৬টায়

এফসি গোয়া খেলবে চেন্নাইয়িন এফসির সঙ্গে
গুয়াহাটির ইন্দিরা গান্ধী অ্যাথলেটিক স্টেডিয়ামে খেলা

চতুর্থ কোয়ার্টার ফাইনাল হবে ২৭ অগস্ট (রবিবার) সন্ধে ৬টায়

মুম্বই সিটি এফসি খেলবে মোহনবাগান সুপার জায়ান্টের বিরুদ্ধে
কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনেই সেই ম্য়াচ

প্রথম সেমিফাইনাল হবে ২৯ অগস্ট (মঙ্গলবার)। খেলবে প্রথম কোয়ার্টার ফাইনালের জয়ী ও দ্বিতীয় কোয়ার্টার-ফাইনালের জয়ী
দ্বিতীয় সেমিফাইনাল হবে ৩১ অগস্ট (বৃহস্পতিবার)। খেলবে তৃতীয় কোয়ার্টার-ফাইনালের জয়ী ও চতুর্থ কোয়ার্টার-ফাইনালের জয়ী
ডুরান্ড ফাইনাল হবে ৩ সেপ্টেম্বর (রবিবার)। খেলবে প্রথম সেমিফাইনালের জয়ী বনাম দ্বিতীয় সেমিফাইনালের জয়ী

সেমি ফাইনালের ম্যাচগুলি ও ফাইনাল হবে যুবভারতীতে।

যে সূচি প্রকাশিত হয়েছে, তা সাফ বলে দিচ্ছে যে, কোয়ার্টার ফাইনাল এবং সেমিফাইনালে ইস্ট-মোহন ডার্বির কোনও সম্ভাবনাই নেই। দুই দল যদি ফাইনালে উঠতে পারে, তখনই দেখা যাবে মহারণ। নচেত নয়। তবে কলকাতার ফুটবলপ্রেমীরা অবশ্যই চাইবেন ফাইনাল হোক ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান। 

আরও পড়ুন: East Bengal: ময়দানে মশালবাহিনীর অশ্বমেধের ঘোড়া ছুটছে, সুপার সিক্স প্রায় নিশ্চিত লাল-হলুদের

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.