বিশ্বকাপের পর এবার অলিম্পিক দুবাইয়ে!

দুবাই: ২০২২ সালে কাতারে ফুটবল বিশ্বকাপ হওয়া নিয়ে রীতিমত জল ঘোলা হচ্ছে। তার মধ্যেই ২০২৪ সালে অলিম্পিকের জন্য বিড করার ভাবনায় দুবাই। সব মিলিয়ে  আগামী কয়েকবছরে খেলাধুলার কেন্দ্রবিন্দু হয়ে উঠতে পারে মধ্যপ্রাচ্যের দেশগুলি। ২০০৬ সালের পর মধ্যপ্রাচ্যের কোনও দেশে বড়সড় টুর্নামেন্ট হয়নি। সেবার কাতারে হয়েছিল এশিয়ান গেমস।

ক্রিকেট, ফর্মুলা ওয়ান গ্রাঁ প্রি-র আয়োজনের ক্ষেত্রে জনপ্রিয় দুবাই। কিন্তু এবার দেশে একটি গ্র্যান্ড স্পোর্টিং ইভেন্ট করাতে চাইছে দুবাই স্পোর্টস কাউন্সিল।

২০২৪ অলিম্পিকে আয়োজনে দুবাইয়ের প্রতিদ্বন্দ্বিদের মধ্যে থাকছে প্যারিস, রোম,বার্লিন, ডারবানের মত শহর। কিছুটা পিছিয়েই থাকবে দোহা। কিন্তু ২০২২ ফুটবল বিশ্বকাপের ক্ষেত্রে যেমন পিছন থেকে এসে সবাইকে চমকে দিয়ে আয়োজক দেশ হতে পেরেছিল দোহা,এবারও কী তেমন কিছু ঘটবে?

English Title: 
dubai to host olympic!
News Source: 
Home Title: 

বিশ্বকাপের পর এবার অলিম্পিক দুবাইয়ে!

বিশ্বকাপের পর এবার অলিম্পিক দুবাইয়ে!
Yes
Is Blog?: 
No
Section: