দ্রাবিড়কে ব্র্যাডম্যান পুরস্কার দিল পন্টিংদের বোর্ড

রাহুল দ্রাবিড়কে ডন ব্র্যাডম্যান পুরস্কারে সম্মানিত করল অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে রাহুল দ্রাবিড়ের সঙ্গে অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার গ্লেন ম্যাগ্রাকে এই সম্মান দেওয়া হয়েছে। ব্যাক্তিগত কারণের জন্য পুরস্কার নিতে সিডনি যেতে পারেননি দ্রাবিড়। তবে এই সম্মান গ্রহণ করার পর তাঁর প্রতিক্রিয়া লিখিত আকারে আয়োজকদের পাঠিয়ে দিয়েছিলেন ভারতের এই কিংবদন্তী ব্যাটসম্যান।

Updated By: Nov 3, 2012, 07:24 PM IST

রাহুল দ্রাবিড়কে ডন ব্র্যাডম্যান পুরস্কারে সম্মানিত করল অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে রাহুল দ্রাবিড়ের সঙ্গে অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার গ্লেন ম্যাগ্রাকে এই সম্মান দেওয়া হয়েছে। ব্যাক্তিগত কারণের জন্য পুরস্কার নিতে সিডনি যেতে পারেননি দ্রাবিড়। তবে এই সম্মান গ্রহণ করার পর তাঁর প্রতিক্রিয়া লিখিত আকারে আয়োজকদের পাঠিয়ে দিয়েছিলেন ভারতের এই কিংবদন্তী ব্যাটসম্যান। অনুষ্ঠানে তাঁর পাঠানো বার্তা পড়ে শোনান অস্ট্রেলিয়ার প্রাক্তন প্রধানমন্ত্রী জন হাওয়ার্ড। সুনীল গাভাস্করের পর রাহুল দ্রাবিড় দ্বিতীয় ভারতীয় যাকে ডন ব্র্যাডম্যান পুরস্কারে সম্মানিত করা হল।
এদিকে, আইপিএলে পুণে বাদে অন্য কোন দলের হয়ে কি খেলতে দেখা যেতে পারে সৌরভ গাঙ্গুলিকে?  আইপিএলের ষষ্ঠ মরসুমে হায়দরাবাদ দলের জন্য সৌরভকে চাইছে সানটিভি। কয়েক দিন আগেই হায়দরাবাদ দলকে কিনেছে সানটিভি। শুধু সৌরভই নন জন রাইটকে কোচ হিসাবে চাইছে হায়দরাবাদের নতুন ফ্র্যাঞ্চাইজি। ক্রিকেট মহলে প্রশ্ন একদা প্রিয় কোচকে পেয়ে আইপিএলে খেলার মত পরিবর্তন করবেন কি মহারাজ?

.