জিতেও মাদ্রিদে সূর্যাস্ত, ফাইনালে ডর্টমুন্ড

দু গোলে জিতেও উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ওঠা হল না রিয়াল মাদ্রিদের। প্রথম লেগে ডর্টমুন্ডে ১-৪ গোলে হারের ধাক্কা সামলানো গেল না। শেষ কয়েকটা মিনিটে দুরন্ত ফুটবল খেলেও মঙ্গলবার রাতে (ভারতীয় সময়) মাদ্রিদে সূর্যাস্ত হল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোদের। আর সূর্যোদয় হল ফুটবল বিশ্বের নতুন যুগের। যুগের নাম জার্মান ফুটবল। যার প্রতীক হয়ে উঠল বরুসিয়া ডর্টমুন্ড।

Updated By: May 1, 2013, 09:46 AM IST

রিয়াল মাদ্রিদ (২) বরুসিয়া ডর্টমুন্ড (০) (মঙ্গলবার রাতের ফলাফল)
রিয়াল মাদ্রিদ (৩) বরুসিয়া ডর্টমুন্ড (৪) (দুই পর্বে সাক্ষাতের ভিত্তিতে)
দু গোলে জিতেও উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ওঠা হল না রিয়াল মাদ্রিদের। প্রথম লেগে ডর্টমুন্ডে ১-৪ গোলে হারের ধাক্কা সামলানো গেল না। শেষ কয়েকটা মিনিটে দুরন্ত ফুটবল খেলেও মঙ্গলবার রাতে (ভারতীয় সময়) মাদ্রিদে সূর্যাস্ত হল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোদের। আর সূর্যোদয় হল ফুটবল বিশ্বের নতুন যুগের। যুগের নাম জার্মান ফুটবল। যার প্রতীক হয়ে উঠল বরুসিয়া ডর্টমুন্ড।
মঙ্গলবার ঘরের মাঠ স্যান্টিয়াগো বার্নাবিউতে আর একটা গোল করতে পারলেই অ্যাওয়ে গোল করার ভিত্তিতে রোনাল্ডোর নাটকীয় কায়দায় ফাইনালে উঠে যেতেন। ম্যাচের শেষ দশ মিনিটে প্রথমে করিম বেঞ্জিমা, তারপর সার্জিও র‍ামোসের গোল নাটকীয় পরিস্থিতি তৈরি করেছিল। ম্যাচের ৮৮ মিনিটে রামোসের গোলের পর গোটা বার্নাবিউ স্টেডিয়ামে উঠে দাঁড়িয়েছিল। একটা গোলের অপেক্ষায় তখন গোটা মাদ্রিদ এক। গোটা বিশ্বের রোনাল্ডো ভক্তরাও প্রার্থনায় বসে গেছেন। কিন্তু শেষ অবধি আশা পূরণ হল না মাদ্রিদের। বিদায় নিতে হল রোনাল্ডোদের, বিদায় নিতে হল হোসে মরিনহোকে।
১৯৯৭ চ্যাম্পিয়ন্স লিগের চ্যাম্পিয়ন বরুসিয়া ডর্টমুন্ড এবার ফাইনালে খেলার অপেক্ষায় আর ও এক জার্মান ক্লাবের। আজ বুধবার মেসিদের ছাপিয়ে বার্য়ান মিউনিখের ফাইনালে ওঠার সম্ভাবনা বেশ প্রবল। মিউনিখে ০-৪ গোলে হারার পর আজ রাতে মেসিদের জিততে হবে অন্তত পাঁচ গোলে। সেটা কি সম্ভব! অলৌকিক না হলে ২৫ মে ওয়েম্বলিতে ফাইনালে দুই জার্মান ক্লাবের মুখোমুখি সময়ের অপেক্ষা। তাহলে ব্যাপার কী হল। ফুটবলে স্পেনকে পিছনে ফেলে জার্মান সূর্যোদয়। যার ঢাকে কাঠিটা দিল বরুসিয়া ডর্টমুন্ড।

.