সচিনকে হুঁশিয়ারি দিয়ে সিরিজের `গা গরম` করলেন অ্যান্ডারসন

ভারতে সফরে এলেই আক্রমণের প্রথম নিশানা তিনিই। ব্যাপরটা বহু বছর ধরেই চলে আসছে। এবারও তার ব্যতিক্রম হল না। সচিন তেন্ডুলকরের বিরুদ্ধে মুখ খুলে চাপে রাখার কৌশ্যল নিয়ে সিরিজ শুরুর ডঙ্কা বাজিয়ে দিল ইংল্যান্ড। সাদা চোখেই ব্যাপরটা অনেকটা পরিষ্কার। সচিনকে কথার বাউন্সার মেরে বাইশ গজে কোণঠাসা করা। ব্যাপরটা অবশ্য এর আগে অনেকবার বুমেরাং হয়ে ফিরে এসেছে তবু কুক-অ্যান্ডারসনরা সেই রাস্তাতেই হাঁটলেন। এই কৌশল্যকে ঠাট্টা করে ক্রিকেটমহল বলে সচিন রাজনীতি‌!

Updated By: Nov 12, 2012, 07:44 PM IST

ভারতে সফরে এলেই আক্রমণের প্রথম নিশানা তিনিই। ব্যাপরটা বহু বছর ধরেই চলে আসছে। এবারও তার ব্যতিক্রম হল না। সচিন তেন্ডুলকরের বিরুদ্ধে মুখ খুলে চাপে রাখার কৌশ্যল নিয়ে সিরিজ শুরুর ডঙ্কা বাজিয়ে দিল ইংল্যান্ড। সাদা চোখেই ব্যাপরটা অনেকটা পরিষ্কার। সচিনকে কথার বাউন্সার মেরে বাইশ গজে কোণঠাসা করা। ব্যাপরটা অবশ্য এর আগে অনেকবার বুমেরাং হয়ে ফিরে এসেছে তবু কুক-অ্যান্ডারসনরা সেই রাস্তাতেই হাঁটলেন। এই কৌশল্যকে ঠাট্টা করে ক্রিকেটমহল বলে সচিন রাজনীতি‌!
ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজ শুরুর আগেই সচিন তেন্ডুলকরকে কার্যত হুঁশিয়ারি দিলেন জেমস অ্যান্ডারসন। ইংল্যান্ডের এই পেসার জানিয়ে দিলেন সচিনকে তিনি অবশ্যই সমীহ করেন। কিন্তু অ্যান্ডারসনও চাইছেন বাইশ গজে সচিনও তাঁকে সমীহ করুন। সচিনের বিরুদ্ধে বল করার জন্য নিজেকে সবরকম ভাবে তৈরি করেছেন অ্যান্ডরসন। ভিডিও ক্লিপিংস দেখে সচিনের প্লাসপয়েন্টের পাশাপাশি তাঁর মাইনাস পয়েন্টও চিহ্নিত করেছেন তিনি। যেটাকে বাইশ গজে কাজে লাগাতে চান ইংল্যান্ডের এই পেসার। অ্যান্ডরসনের মতে পৃথিবীর সব ক্রিকেটপ্রেমীরাই সচিনের ব্যাটিং উপভোগ করেন। কিন্তু সেটা মাথায় রেখে বল করলে কোনও প্রতিদ্বন্দ্বীতাই গড়ে তোলা যাবে না। 
অ্যান্ডারসনের এই হুমকিকে অবশ্য গুরুত্ব দিতে রাজি নন ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। ঘরের মাঠে আসন্ন ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজে ভারতকেই ফেভারিট মনে করছেন সৌরভ গাঙ্গুলি। সৌরভ বরাবরই হরভজন সিংয়ের পাশে দাঁড়ালেও আমেদাবাদে প্রথম টেস্টে ভাজ্জির খেলার সম্ভাবনা কম বলেই মনে করেন তিনি। তবে তিনি মনে করেন যুবরাজ খেলবেন। ১৫ নভেম্বর থেকে আমেদাবাদে শুরু হচ্ছে ভারত-ইংল্যান্ড প্রথম টেস্ট।
 

.