বোর্ডের নতুন ওম্বুডসম্যান হলেন ডিকে জৈন
বোর্ডের অম্বুডসম্যান হিসেবে দায়িত্ব নিয়ে ডিকে জৈনের প্রথম কাজ হার্দিক পাণ্ডিয়া- কেএল রাহুল বিতর্কের অবসান ঘটানো।
নিজস্ব প্রতিবেদন : বৃহস্পতিবারই প্রাক্তন বিচারপতি ডিকে জৈনকে বিসিসিআইয়ের নতুন অম্বুডসম্যান নিয়োগ করল সুপ্রিম কোর্ট। বোর্ডের নতুন প্রশাসনিক কমিটিতে তিনিই প্রথম অম্বুডসম্যান হিসেবে নিযুক্ত হলেন। বৃহস্পতিবার এস এ বোবদে এবং এ এস সাপ্রেকে নিয়ে গড়া বেঞ্চ জানায়, "বোর্ডের অম্বুডসম্যান হিসেবে অবসরপ্রাপ্ত বিচারপতি ডিকে জৈনকে নিযুক্ত করে আমরা খুশি।"
Supreme Court appoints former SC judge Justice (Retired) D K Jain as an ombudsman of Board of Control for Cricket in India (BCCI), after it was apprised that all the parties have accepted his name. SC says "Justice (r) will take his charge as soon as possible." pic.twitter.com/3YF91P0z8t
— ANI (@ANI) February 21, 2019
বোর্ডের অম্বুডসম্যান হিসেবে দায়িত্ব নিয়ে ডিকে জৈনের প্রথম কাজ হার্দিক পাণ্ডিয়া- কেএল রাহুল বিতর্কের অবসান ঘটানো। 'কফি উইথ করণ' শোয়ে বিতর্কিত মন্তব্যের জেরে নির্বাসিত হয়েছিল ওই দুই ভারতীয় ক্রিকেটার। শর্তসাপেক্ষে নির্বাসন উঠে গেলেও রাহুল এবং হার্দিকের ভবিষ্যত্ আপাতত ডিকে জৈনের হাতে। তিনি দ্রুত দায়িত্ব বুঝে নিয়ে কাজ শুরু করবেন। বোর্ডকর্তাদের বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগও তাঁকে দেখভাল করতে হবে।
আরও পড়ুন - IND vs AUS: চোটের জন্য অস্ট্রেলিয়া সিরিজ থেকে ছিটকে গেলেন হার্দিক পাণ্ডিয়া