হার দিয়েই শুরু ভারতের ডেভিস কাপ যাত্রা
হার দিয়ে ডেভিস কাপ অভিযান শুরু করল ভারত। ডেভিস কাপে এশিয়া-ওশিনিয়া গ্রুপের প্রথম দুটি সিঙ্গলসেই দক্ষিণ কোরিয়ার কাছে হেরে গেল ভারত। বিনা লড়াইয়ে নতি স্বীকার করেন ভি এম রঞ্জিত। চোট পেয়ে ম্যাচ ছাড়তে হয় বিজয়ন্ত মালিককে।
হার দিয়ে ডেভিস কাপ অভিযান শুরু করল ভারত। ডেভিস কাপে এশিয়া-ওশিনিয়া গ্রুপের প্রথম দুটি সিঙ্গলসেই দক্ষিণ কোরিয়ার কাছে হেরে গেল ভারত। বিনা লড়াইয়ে নতি স্বীকার করেন ভি এম রঞ্জিত। চোট পেয়ে ম্যাচ ছাড়তে হয় বিজয়ন্ত মালিককে।
শুক্রবার দিল্লির আর কে খান্না টেনিস স্টেডিয়ামে প্রথম ম্যাচে কোরিয়ার মিন হোয়েক চোয়ের বিরুদ্ধে কার্যত উড়ে গেলেন ভি এম রনজিত্। মিনের বিরুদ্ধে ১-৬, ০-৬, ১-৬ গেমে পরাজিত হন চেন্নাইয়ের রনজিত্। রনজিতের মত সম্পূর্ণ আত্মসমর্পন না করে দ্বিতীয় ম্যাচে খানিকটা লড়াই চালান ভারতের বিজয়ন্ত মালিক। তবে সেখানেও বিশেষ সুবিধা করতে পারেননি তিনি। শেষ পর্যন্ত চোটের জন্য খেলা পরো শেষ না করেই বেরিয়ে যেতে হয় তাঁকে।
সুক ইয়ং জেয়ংয়ের বিরুদ্ধে প্রথম সেট ৪-৬ গেমে হারেন মালিক। দ্বিতীয় সেট ৫-৭ গেমে হারার পর চোট পেয়ে তৃতীয় সেট মাঝপথেই ছেড়ে বেরিয়ে যান তিনি। সেই সময় ০-৩ গেমে পিছিয়ে ছিলেন মালিক। দুটি ম্যাচ জিতে দুই-শূন্য ম্যাচে এগিয়ে গেল দক্ষিণ কোরিয়া।