ইঞ্চিওনে তৃতীয় দিন- জোড়া পদক জিতেও হতাশার শুরু ভারতীয়দের

Updated By: Sep 22, 2014, 12:44 PM IST
ইঞ্চিওনে তৃতীয় দিন- জোড়া পদক জিতেও হতাশার শুরু ভারতীয়দের

------------------------------------------

ওয়েব ডেস্ক: শ্যুটিং, স্কোয়াশে পদক এলেও ইঞ্চিওন এশিয়ান গেমসে তৃতীয় দিনের শুরুটা ভারতীয়দের কাছে ভাল হল না। টেনিস থেকে বিচ ভলিবল, জুডো থেকে শ্যুটিং। সবেতেই হতাশার খবর আসতে শুরু করেছে।

মহিলাদের স্কোয়াশের সিঙ্গলসের সেমিফাইনালে হেরে ব্রোঞ্জ পেয়েই সন্তুষ্ট থাকতে হল দীপিকা পাল্লেকালেকে। মহিলাদের ২৫ মিটার পিস্তলের দলগত বিভাগে ব্রোঞ্জ জিতলেও শ্যুটিংয়ে গেমসের তিনদিনে এখনও পর্যন্ত হাতাশার খবরই বেশি। পদক জেতার ব্যাপারে প্রায় নিশ্চিত থাকা রাহি সার্নোবাত ২৫ মিটার পিস্তলের ব্যক্তিগত বিভাগে সপ্তম হলেন। ১০ মিটার এয়ার রাইফেলে অয়নিকা পালও সপ্তম স্থানে শেষ করলেন। ১০ মিটার রাইফেলের দলগত বিভাগে পঞ্চম স্থানে থাকলেন বারতের মেয়েরা।

টেনিসের দলগত বিভাগে কাজকাস্তানের বিরুদ্ধে ২-০ তে এগিয়ে থেকেও  লিড ধরে রাখতে পারলেন না সনম সিং-ইয়ুকি ভামরি।

টেনিসে মহিলাদের দলগত বিভাগে বিদায় নিল ভারতের মেয়েরা।

.