ময়দানে ফিরেই বাজিমাত দীপার, বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা জিতলেন বাঙালি তনয়া

ময়দানে ফিরেই বাজিমাত বাঙালি দীপা কর্মকারের। তুরস্কের মেসিনে বিশ্ব আর্টিস্টিক জিমন্যাস্টিক্স চ্যালেঞ্জ কাপে প্রথম ভারতীয় হিসাবে সোনা জিতলেন তিনি। 

Updated By: Jul 8, 2018, 07:16 PM IST
ময়দানে ফিরেই বাজিমাত দীপার, বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা জিতলেন বাঙালি তনয়া

নিজস্ব প্রতিবেদন: ময়দানে ফিরেই বাজিমাত বাঙালি দীপা কর্মকারের। তুরস্কের মেসিনে বিশ্ব আর্টিস্টিক জিমন্যাস্টিক্স চ্যালেঞ্জ কাপে প্রথম ভারতীয় হিসাবে সোনা জিতলেন তিনি। 

২০১৬ রিও অলেম্পিকের পর চোটের কারণে দীর্ঘদিন মাঠের বাইরে ছিলেন দীপা। ময়দানে ফিরলেও দীপার পুরনো ফর্ম জারি থাকবে কি না তা নিয়ে আশঙ্কিত ছিলেন অনেকে। সেসব অশঙ্কা ফুত্কারে উড়িয়ে শনিবার তুরস্কে বাজিমাত করেন দীপা। 

ফের কোচহীন হল স্পেন

 

ত্রিপুরার মেয়ে দীপা গত রিও অলেম্পিক্সে ফাইনাল ইভেন্টে ১৪.১৫০ স্কোর করেন। অল্পের জন্য রূপো হাতছাড়া হয় দীপার। তবে তাতে খ্যাতি কমেনি তাঁর। ভারত থেকে এই প্রথম কোনও মহিলা জিমন্যাস্ট এমন কীর্তি স্থাপন করলেন। যা ভবিষ্যতে ভারতের জিমন্যাস্টিক্সকে আরও এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে বলে মত ক্রীড়া বিশেষজ্ঞদের। 

.