প্রাক্তন গার্লফ্রেন্ডকে 'চোখ মারায়' সাংবাদিককে চড় মারলেন মারাদোনা
ওয়েব ডেস্ক: ফের বিতর্কে আর্জেন্টিনার প্রাক্তন কিংবদন্তি ফুটবলার দিয়েগো মারাদোনা। প্রাক্তন গার্লফ্রেন্ডের সঙ্গে অসভ্যতা করার অভিযোগে সাংবাদিকে চড় মারলেন মারাদোনা। ছেলে দিয়েগো ফার্নান্দোর ও তাঁর মা ভেরোনিকা ওজেদার সঙ্গে সিনেমা দেখে বাড়ি ফিরছিলেন মারাদোনা।
এর পরই আর্জেন্টিনার সাংবাদিকরা মারাদোনাকে প্রশ্ন করতে ছুটে যান। বেশ কিছু অপ্রিয় প্রশ্নের মুখে পড়ে মেজাজ হারাতে শুরু করেন কিংবদন্তি এই ফুটবলার। প্রশ্নের মাঝেই গাড়ির কাঁচ বন্ধ করে দিতে থাকেন। এরপরই হঠাত্ মারাদোনা অভিযোগ করেন এক সাংবাদিক তাঁর ছেলের মা তথা প্রাক্তন গার্লফ্রেন্ডকে চোখ মেরেছেন। এরপর গাড়ি থেকে নেমে এসে সটান সেই সাংবাদিককে চড় মারেন মারাদোনা। মারাদোনা চেঁচিয়ে বলতে থাকেন, "আমি যদি আপনার সঙ্গে ঝামেলা না করি তাহলে আপনি কেন আমার স্ত্রীর সঙ্গে ঝামেলা করবেন?"
ভিডিওতে ধরা পড়েও সব কিছু। এই গার্লফ্রেন্ডকে নিয়েই কলকাতা সফরে এসেছিলেন মারাদোনা। ক মাস আগে ভেরোনিকার সঙ্গে বিচ্ছেদ হয়ে যায় তাঁর।
যেভাবে মারাদোনা ওই সাংবাদিককে চড় মারলেন তাতে একটা কথা নিশ্চিত আর কেউ তাঁর গার্লফ্রেন্ডের সঙ্গে এমন ব্যবহার করবেন না। যদিও সেই সাংবাদিক বলছেন, তিনি খারাপ কিছুই করেননি ভেরোনিকার সঙ্গে।