বিরাট নাকি আইপিএলে রোজগারের অর্ধেকটা দান করেছেন বৃদ্ধাশ্রমে!

তিনি বিরাট কোহলি। সাম্প্রতিক ক্রিকেটের সেরা বিজ্ঞাপন। আইপিএলে তাঁর দুর্দান্ত পারফরম্যান্স এখনও মানুষের মনে তাজা-টাটকা। সম্প্রতি শুরু হয়েছে এক অন্য গুঞ্জন। বিরাট কোহলি নাকি এবারের আইপিএলের তাঁর রোজগারের অর্ধেকটা দিয়ে দিয়েছেন বৃদ্ধাশ্রমে!এরকমটা হাওয়ায় ভেসে ওঠার যথেষ্ট কারণও ছিল। কারণ, আইপিএলে রাইজিং পুনে সুপারজায়ান্টসের বিরুদ্ধে মাঠে নামার আগে বিরাট গিয়েছিলেন পুনের অভলমায়া বৃদ্ধাশ্রমে।

Updated By: Jun 5, 2016, 08:17 PM IST
বিরাট নাকি আইপিএলে রোজগারের অর্ধেকটা দান করেছেন বৃদ্ধাশ্রমে!

ওয়েব ডেস্ক: তিনি বিরাট কোহলি। সাম্প্রতিক ক্রিকেটের সেরা বিজ্ঞাপন। আইপিএলে তাঁর দুর্দান্ত পারফরম্যান্স এখনও মানুষের মনে তাজা-টাটকা। সম্প্রতি শুরু হয়েছে এক অন্য গুঞ্জন। বিরাট কোহলি নাকি এবারের আইপিএলের তাঁর রোজগারের অর্ধেকটা দিয়ে দিয়েছেন বৃদ্ধাশ্রমে!এরকমটা হাওয়ায় ভেসে ওঠার যথেষ্ট কারণও ছিল। কারণ, আইপিএলে রাইজিং পুনে সুপারজায়ান্টসের বিরুদ্ধে মাঠে নামার আগে বিরাট গিয়েছিলেন পুনের অভলমায়া বৃদ্ধাশ্রমে।

অবশেষে জানা গেল না। এটা ঠিক নয়। তবে, একটি সূত্র থেকে জানা যাচ্ছে, বিরাট নাকি তাঁর একটি ম্যাচের রোজগারের অর্ধেক টাকা তুলে দিয়েছেন ডক্টর অপর্ণা দেশমুখের বৃদ্ধাশ্রমে। এবং ভারতীয় টেস্ট দলের ক্যাপ্টেন কথা দিয়েছেন, আগামী দিনে বৃদ্ধাশ্রমগুলোকে অনেকরকমভাবে সাহায্য করবে তাঁর ফাউন্ডেশন।

.