ধোনিকে নিয়ে 'ধর্মসংকটে' বোর্ড!

২০১৪ সালে টেস্ট থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন বিশ্বকাপ জয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। একদিনের আন্তর্জাতিক এবং টি-টোয়েন্টি-তেও অধিনায়কের পদ থেকে নেমে এসেছেন মাহি। তাঁর ব্যাটন হাতে নিয়েছেন বিরাট কোহলি। ধোনি এখন কেবল ভারতীয় দলের উইকেট কিপার-ব্যাটসম্যান। আর 'সাধারণ ক্রিকেটার' তত্ত্বেই এ প্লাস বিভাগ বিভাগ থেকে বাদ পড়তে পারেন তিনটি আইসিসি ট্রফি জয়ী ভারত অধিনায়ক। 

Updated By: Jan 4, 2018, 05:10 PM IST
ধোনিকে নিয়ে 'ধর্মসংকটে' বোর্ড!

ওয়েব ডেস্ক: তিন ফর্ম্যাটে খেলেন না, তাই কমিটি অব অ্যাডমিনিস্ট্রেশন (সিওএ) গ্রেডেশনে সর্বোচ্চ বিভাগ থেকে বাদ পড়তে চলেছেন মহেন্দ্র সিং ধোনি! ভারতের সর্বোচ্চ আদালতের গঠিত কমিটি অব অ্যাডমিনিস্ট্রেশন ক্রিকেটারদের চারটি বিভাগে বিভাজনের কথা ভাবছে। এ প্লাস, এ, বি এবং সি-এই চারটি ক্রিকেটারদের সঙ্গে চুক্তিবদ্ধ হতে বোর্ডকে পরামর্শ দিয়েছে সিওএ। যদি সিওএ-র পরিকল্পনা বাস্তবায়িত হয় সেক্ষেত্রে টেস্ট, একদিনের আন্তর্জাতিক এবং টি-টোয়েন্টি এই তিন ফর্ম্যাটের ক্রিকেটাররা জায়গা পাবেন এ প্লাস বিভাগে। আর এখানেই তৈরি হয়েছে সংকট। 

আরও পড়ুন- কোহলি হারলে হারাবেন কপিলকে, আর জিতলে গাঙ্গুলিকে

২০১৪ সালে টেস্ট থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন বিশ্বকাপ জয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। একদিনের আন্তর্জাতিক এবং টি-টোয়েন্টি-তেও অধিনায়কের পদ থেকে নেমে এসেছেন মাহি। তাঁর ব্যাটন হাতে নিয়েছেন বিরাট কোহলি। ধোনি এখন কেবল ভারতীয় দলের উইকেট কিপার-ব্যাটসম্যান। আর 'সাধারণ ক্রিকেটার' তত্ত্বেই এ প্লাস বিভাগ বিভাগ থেকে বাদ পড়তে পারেন তিনটি আইসিসি ট্রফি জয়ী ভারত অধিনায়ক। 

আরও পড়ুন- 'পরীক্ষায় বসতে হবে অধিনায়ক বিরাটকে', সিংহের দেশে অভিযানের আগে পরামর্শ মহারাজের

গত বছর ক্রিকেটারদের পারিশ্রমিক বাড়ানোর জন্য বোর্ডের কাছে দাবি জানিয়েছিলেন বিরাট কোহলি। তাঁর সুরে সুর মিলিয়েছিলেন কোচ রবি শাস্ত্রীও। দল যেভাবে একের পর এক সাফল্য এনে দিচ্ছে তাতে অধিনায়কের প্রস্তাব ফেরাতে পারেনি বিসিসিআই। বোর্ডের নির্দেশে ১ কোটি থেকে দ্বিগুণ বেড়ে ২ কোটি হয়েছে বিরাট কোহলি সহ গ্রুপ-এ'র ভারতীয় ক্রিকেটারদের। কিন্তু সিওএর সুপারিশে ধোনিকে নিয়ে 'ধর্মসংকটে' বোর্ড।   

.