ধোনির বিদায়ী ম্যাচ নিয়ে সৌরভের প্রতিক্রিয়া, "ওর জন্য সব কিছু করা সম্ভব"

তবে একবার অবসর নিয়ে ফেলা ধোনি কি আবার দেশের জার্সি গায়ে মাঠে নামবেন?

Edited By: সুখেন্দু সরকার | Updated By: Sep 29, 2020, 04:37 PM IST
ধোনির বিদায়ী ম্যাচ নিয়ে সৌরভের প্রতিক্রিয়া, "ওর জন্য সব কিছু করা সম্ভব"
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদন:  স্বাধীনতা দিবসের সন্ধ্যায় আচমকা অবসর নেওয়া মহেন্দ্র সিং ধোনিকে সম্মান জানাতে  ফেয়ারওয়েল ম্যাচের ভাবনা রয়েছে সৌরভের বোর্ডের। অবসর ঘোষণার দিনে ধোনির সঙ্গে কথা হলেও আমিরশাহিতে গিয়ে আইপিএলের সময় একবারও মুখোমুখি হননি বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি এবং চেন্নাই সুপার কিংস অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। সৌরভের কথায়, "ওখানে কোভিড প্রোটোকলে ক্রিকেটারদের কাছে আমরা যেতে পারি না। ওরাও আসতে পারে না।"

আর ধোনির ফেয়ারওয়েল ম্যাচের প্রসঙ্গে সৌরভ বলেন, "ভবিষ্যতে ধোনির জন্য বোর্ড কোনও ফেয়ারওয়েল ম্যাচ করবে কিনা, সেটা এখনই বলা যাবে না। তবে দেশের হয়ে ধোনি যা অর্জন করেছে, ওর জন্য সবকিছুই করা সম্ভব।"

তবে একবার অবসর নিয়ে ফেলা ধোনি কি আবার দেশের জার্সি গায়ে মাঠে নামবেন? সেটাই কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন। যদি ধোনি রাজি না হন সেক্ষেত্রে বিশেষ কোনও ম্যাচের আয়োজন করে ধোনিকে সম্মান জানাতে পারে বোর্ড। স্বাধীনতা দিবসের সন্ধ্যায় আন্তর্জাতিক ক্রিকেটকে চুপিসারে বিদায় জানিয়েছেন ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।

 

আরও পড়ুন - স্বার্থ সংঘাতের অভিযোগকে 'বাপি বাড়ি যা' সৌরভ গাঙ্গুলির

.