IPL 2020: মুম্বই-ব্যাঙ্গালোর 'সুপার ওভার থ্রিলার' প্রসঙ্গে কী বললেন অন্তঃসত্ত্বা অনুষ্কা, জেনে নিন
একজন অন্তঃসত্ত্বা মহিলার পক্ষে এমন ম্যাচের উত্তেজনা একটু হলেও চাপের!
নিজস্ব প্রতিবেদন: সোমবার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্য়াঙ্গালোর বনাম মুম্বই ইন্ডিয়ানস ম্যাচের সুপার ওভার থ্রিলার দেখে কার্যত বাকরুদ্ধ হয়ে পড়েন মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর। এমনকী বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি রুদ্ধশ্বাস ম্যাচের পর টুইট করে নিজের প্রতিক্রিয়ায় লিখেছেন আইপিএল চলছে কোথাও যাবেননা, বাড়িতেই সিট বেল্ট বেঁধে খেলা দেখুন। টান টান টি-টোয়েন্টির উন্মাদনা উপভোগ করলেন অনুষ্কা শর্মাও। একজন অন্তঃসত্ত্বা মহিলার পক্ষে এমন ম্যাচের উত্তেজনা একটু হলেও চাপের!
টি-টোয়েন্টি ক্রিকেটের টান টান উত্তেজনা আমিরশাহি জুড়ে। আইপিএলে সবে দশটা ম্যাচ হয়েছে তার মধ্যেই দুটো ম্যাচ গড়াল সুপার ওভারে। শুধু কি তাই! আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের নজিরও ইতিমধ্যে গড়ে ফেলেছে রাজস্থান রয়্যালস। পঞ্জাব-দিল্লি ম্যাচের পর সোমবার মুম্বই-ব্যাঙ্গালোর ম্যাচ গড়াল সুপার ওভারে।
দুবাইয়ে সোমবার আরসিবি-র বিরুদ্ধে ২০২ রানের টার্গেট তাড়া করতে নেমে মুম্বই থামল ২০১ রানেই। ২০-২০ ওভার শেষে ম্যাচ টাই। এরপর সুপার ওভারে প্রথমে ব্যাট করে মুম্বই এক উইকেট হারিয়ে তোলে ৭ রান। এক বল বাকি থাকতে ম্যাচ জিতে নেয় আরসিবি। মুম্বই-ব্যাঙ্গালোর ম্যাচের পর সোশ্যাল মিডিয়ায় অনুষ্কা শর্মা লিখলেন, " থ্রিলার! দারুন ম্যাচ উপভোগ করলাম। তবে অন্তঃসত্ত্বা মহিলার পক্ষে এমন উত্তেজনা একটু বেশি হয়ে গেল বোধ হয়! "
আইপিএল শুরুর আগেই ভক্তদের সুখবরটা দিয়েছিলেন বিরাট কোহলি। নতুন বছরের শুরুতেই বিরাট-অনুষ্কার সংসারে আসছে নতুন অতিথি।
আরও পড়ুন - কার মতো হওয়ার ইচ্ছাপ্রকাশ বিরাট কোহলির?