লারা, ফ্লেমিংয়ের থেকে আর মাত্র তিন ধাপ দূরে ধোনি

ব্রায়ান লারা আর স্টিফেন ফ্লেমিংয়ের দলে নাম লেখাতে চলেছেন মহেন্দ্র সিং ধোনি।  আর তিন টেস্ট হারলেই বিদেশের মাটিতে সর্বাধিক টেস্ট হারের  নজির স্পর্শ করে ফেলবেন তিনি। ব্রায়ান লারা ও স্টিফেন ফ্লেমিংয়ের দখলে রয়েছে অধিনায়ক হিসেবে বিদেশের মাটিতে সর্বাধিক টেস্ট হারের রেকর্ড। উভয়েই ষোলটি করে ম্যাচ হেরেছেন।

Updated By: Aug 11, 2014, 06:38 PM IST
লারা, ফ্লেমিংয়ের থেকে আর মাত্র তিন ধাপ দূরে ধোনি

ব্যুরো: ব্রায়ান লারা আর স্টিফেন ফ্লেমিংয়ের দলে নাম লেখাতে চলেছেন মহেন্দ্র সিং ধোনি।  আর তিন টেস্ট হারলেই বিদেশের মাটিতে সর্বাধিক টেস্ট হারের  নজির স্পর্শ করে ফেলবেন তিনি। ব্রায়ান লারা ও স্টিফেন ফ্লেমিংয়ের দখলে রয়েছে অধিনায়ক হিসেবে বিদেশের মাটিতে সর্বাধিক টেস্ট হারের রেকর্ড। উভয়েই ষোলটি করে ম্যাচ হেরেছেন।

ম্যাঞ্চেস্টারে হারের পর বিদেশের মাঠে ধোনির টেস্ট হারের সংখ্যা দাঁড়িয়েছে তেরোতে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়েলিংটনে হারের পর ধোনি বিদেশে সৌরভ গাঙ্গুলি, আজহারউদ্দিন ও পতৌদির দশ টেস্ট হারের রেকর্ড ভেঙে দেন। ইতিমধ্যেই ভারতীয় অধিনায়ক হিসেবে বিদেশের মাঠে সর্বাধিক ম্যাচ হারের রেকর্ডও গড়ে ফেলেছেন। এবার ভারতের সফল অধিনায়ক কি হারের বিশ্বরেকর্ডের দিকে এগোচ্ছেন? এই প্রশ্ন ক্রিকেট বিশ্বে।

.