টেস্ট ক্রিকেট ছাড়ছেন ডেভিলিয়ার্স?

হঠাত্‍ই অবসর জল্পনা দক্ষিণ আফ্রিকার তারকা ক্রিকেটার এবি ডেভিলিয়ার্সকে নিয়ে। দক্ষিণ আফ্রিকার স্থানীয় সংবাদমাধ্যমে খবর টেস্ট ক্রিকেট থেকে অসবর ঘোষণা করতে চলেছেন ডেভিলিয়ার্স। ইংল্যান্ডের সঙ্গে দেশেরা মাটিতে টেস্টে খেলতে ব্যস্ত ডেভিলিয়ার্স নাকি বলেছেন, এবার সব ধরনের ক্রিকেটে অত্যধিক খেলার চাপ থেকে মুক্তি পেতে চাইছেন। দক্ষিণ আফ্রিকার ৩১ বছরের ওয়ানডে অধিনায়ক নাকি দেশের অতিরিক্ত খেলার চাপে টেস্ট ক্রিকেট ছাড়ার কথা বলেছেন। দক্ষিণ আফ্রিকার ধারাভাষ্যকার মাইক হেসমানের দাবি এবি বলছেন, 'আমাদের এত খেলতে হচ্ছে, তাতে ক্রিকেটার কেরিয়ার বাড়াতে হলে অন্তত একটা ফরম্যাট থেকে অবসর নিতেই হবে।' ক দিন আগেই বেঙ্গালুরুতে শততম টেস্ট খেলেছিলেন এবি। শোনা যাচ্ছে নাকি দেশের ক্রিকেট বোর্ডের প্রতিও নাকি বিরক্ত এবি। টেস্টে উইকেটকিপিং করতে হয় এবিকে।

Updated By: Dec 28, 2015, 04:49 PM IST
টেস্ট ক্রিকেট ছাড়ছেন ডেভিলিয়ার্স?

ওয়েব ডেস্ক: হঠাত্‍ই অবসর জল্পনা দক্ষিণ আফ্রিকার তারকা ক্রিকেটার এবি ডেভিলিয়ার্সকে নিয়ে। দক্ষিণ আফ্রিকার স্থানীয় সংবাদমাধ্যমে খবর টেস্ট ক্রিকেট থেকে অসবর ঘোষণা করতে চলেছেন ডেভিলিয়ার্স। ইংল্যান্ডের সঙ্গে দেশেরা মাটিতে টেস্টে খেলতে ব্যস্ত ডেভিলিয়ার্স নাকি বলেছেন, এবার সব ধরনের ক্রিকেটে অত্যধিক খেলার চাপ থেকে মুক্তি পেতে চাইছেন। দক্ষিণ আফ্রিকার ৩১ বছরের ওয়ানডে অধিনায়ক নাকি দেশের অতিরিক্ত খেলার চাপে টেস্ট ক্রিকেট ছাড়ার কথা বলেছেন। দক্ষিণ আফ্রিকার ধারাভাষ্যকার মাইক হেসমানের দাবি এবি বলছেন, 'আমাদের এত খেলতে হচ্ছে, তাতে ক্রিকেটার কেরিয়ার বাড়াতে হলে অন্তত একটা ফরম্যাট থেকে অবসর নিতেই হবে।' ক দিন আগেই বেঙ্গালুরুতে শততম টেস্ট খেলেছিলেন এবি। শোনা যাচ্ছে নাকি দেশের ক্রিকেট বোর্ডের প্রতিও নাকি বিরক্ত এবি। টেস্টে উইকেটকিপিং করতে হয় এবিকে।

এদিকে ডারবান টেস্টে ব্যাকফুটে দক্ষিণ আফ্রিকা। প্রথম ইনিংসে ইংল্যান্ডের চেয়ে ৮৯ রানে পিছিয়ে। প্রথম ইনিংসে ইংল্যান্ড করেছিল ৩০৩, জবাবে দক্ষিণ আফ্রিকা অলআউট ২১৪ রানে। ভারতে অশ্বিনদের কাছে নাকানিচোবানি খাওয়ার পর ইংল্যান্ডের মইন আলির স্পিনও বুঝতে অসুবিধা হচ্ছে প্রোটিয়াদের।

Tags:
.