পাকিস্তানের সঙ্গে ক্রিকেট নয়, সাফ জানালেন বোর্ড সচিব অনুরাগ
বাইশ গজেও দাউদ বিতর্ক। সীমান্তপারের সন্ত্রাস বন্ধ না হলে পাকিস্তানের সঙ্গে ক্রিকেট নয়। কালই টুইট করে জানিয়ে দেন বিসিসিআই সচিব। গতকাল সন্ধেয় টুইট করে তিনি বলেন, করাচিতে দাউদ। এদেশে এসে বিচ্ছিন্নতাবাদী নেতাদের সঙ্গে আলোচনায় বসতে চান পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা।
ওয়েব ডেস্ক: বাইশ গজেও দাউদ বিতর্ক। সীমান্তপারের সন্ত্রাস বন্ধ না হলে পাকিস্তানের সঙ্গে ক্রিকেট নয়। কালই টুইট করে জানিয়ে দেন বিসিসিআই সচিব। গতকাল সন্ধেয় টুইট করে তিনি বলেন, করাচিতে দাউদ। এদেশে এসে বিচ্ছিন্নতাবাদী নেতাদের সঙ্গে আলোচনায় বসতে চান পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা।
এরপরেও কী করে পাকিস্তান শান্তিরক্ষার কথা বলে? কীভাবে ভাবতে পারে তাদের সঙ্গে আমরা ক্রিকেট খেলব।
অনুরাগ ঠাকুরের টুইটে নয়া বিতর্ক। ডিসেম্বরে সংযুক্ত আরব আমীর শাহীতে (ইউএই) মুখোমুখি হওয়ার কথা দুদেশের। বিসিসিআই চেয়ারম্যানের টুইটে অনিশ্চিয়তা সেই সিরিজ ঘিরেও।
পাকিস্তান বোর্ড এ বিষয়ে কোনও প্রতিক্রিয়া জানায়নি। তবে পাকিস্তানের ক্রিকেট মহল অনুরাগের টুইটের পর আশাহত।