David Beckham | IND vs NED: সেমিফাইনালের মহাযুদ্ধে ওয়াংখেড়ে মাতাবেন ফুটবলের মেগা নক্ষত্র

David Beckham to be in attendance for India vs New Zealand semi-final: সেমিফাইনাল দেখতে ভারতে আসছেন ডেভিড বেকহ্যাম। কিংবদন্তি ব্রিটিশ ফুটবলার থাকছেন ওয়াংখেড়ের গ্য়ালারিতে।

Updated By: Nov 14, 2023, 01:21 PM IST
David Beckham | IND vs NED: সেমিফাইনালের মহাযুদ্ধে ওয়াংখেড়ে মাতাবেন ফুটবলের মেগা নক্ষত্র
ভারত-নিউজিল্য়ান্ড ম্য়াচে বেকহ্য়াম থাকবেন গ্যালারিতে

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: চলতি বিশ্বকাপের (Cricket World Cup 2023) একমাত্র দল হিসেবে ভারতই লিগ পর্যায়ে থেকেছে অপরাজিত। টানা নয় ম্য়াচ জিতে, 'আনবিটেন চ্য়াম্পিয়ন' হয়েই সেমিতে খেলতে নামছে রোহিত শর্মা (Rohit Sharma) অ্যান্ড কোং। গত রবিবার ভারত লিগ পর্যায়ের শেষ ম্য়াচে খেলেছিল নেদারল্যান্ডসের বিরুদ্ধে। (IND vs NED, Cricket World Cup 2023) বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়াম (M Chinnaswamy Stadium, Bengaluru) নীল জার্সিধারীরা ১৬০ রানে জিতেছে।  লিগ পর্যায় এখন অতীত। এবার শুরু ডু-অর-ডাই। ভারত আর বিশ্বকাপের মধ্যে এখন ফারাক আর দুই ম্য়াচের। তবে এই দুই ম্য়াচই কিন্তু হয় এসপার নয় উসপার। জেতা ছাড়া আর কোনও রাস্তাই নেই ভারতের কাছে।

আরও পড়ুন: Virat Kohli | World Cup 2023: বিশ্বকাপের মাঝেই বিরাট ব্রেকিং, অস্ট্রেলিয়ার অধিনায়ক হলেন কোহলি!

আর কয়েক ঘণ্টার অপেক্ষা। তারপরেই মাঠে নামছে রোহিত অ্যান্ড কোং। প্রতিপক্ষ নিউজিল্য়ান্ড (India vs New Zealand, 1st Semi-Final)। সেমিফাইনালের মহাযুদ্ধে ওয়াংখেড়ে মাতাবেন ফুটবলের মেগা নক্ষত্র। আসছেন ডেভিড বেকহ্য়াম (David Beckham)। ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক ও ম্য়াঞ্চেস্টার ইউনাইটেডের কিংবদন্তি থাকছেন গ্য়ালারিতে। এমনটাই রিপোর্ট। ইউনিসেফে-র (UNICEF) ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবেই বেকস থাকছেন মাঠে। বেকহ্য়ামের এখনও জনপ্রিয়তা তুঙ্গে। একসময়ে তিনি ছিলেন ফুটবলের 'পোস্টার বয়'। বেকহ্য়াম এলে যে, গ্য়ালারির সব লাইমলাইট তিনি কেড়ে নেবেন, তা আর বলার অপেক্ষা থাকে না। বেকহ্য়াম সময় পেলেই টেনিস ও ফুটবল দেখতে চলে আসেন।  বেকহ্য়ামের ফুটবল ছাড়াও একাধিক পরিচয় রয়েছে। সবচেয়ে উজ্জ্বল পরিচয় যদিও ফুটবলের সৌজন্য়েই। বেকহ্য়াম মার্কিন মুলুকের ফুটবল ক্লাব ইন্টার মায়ামির সভাপতি। আর তাঁর ডাকেই সেই ক্লাবে খেলছেন কিংবদন্তি ফুটবলার লিয়োনেল মেসি।

আরও পড়ুন: IND vs NZ | ODI World Cup 2023 Semifinal: মুম্বই চলে এলেন রোহিতরা, মহাযুদ্ধে আম্পায়ার কারা?

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.