WATCH | Lionel Messi: 'স্বপ্ন বাস্তবে পরিণত হল!' মেসিকে পাশে নিয়ে আবেগি বেকস

David Beckham Shares Message For Lionel Messi: ইন্টার মায়ামির মালিক ডেভিড বেকহ্যাম। তিনি নিজেও একজন কিংবদন্তি ফুটবলার। বেকস স্বপ্ন দেখতেন বিশ্বের তাবড় ফুটবলারদের নিজের ক্লাবে খেলানোর। মেসিকে এনে বেকহ্যামের স্বপ্নপূরণ হল।

Edited By: সব্যসাচী বাগচী | Updated By: Jul 17, 2023, 03:51 PM IST
WATCH | Lionel Messi: 'স্বপ্ন বাস্তবে পরিণত হল!' মেসিকে পাশে নিয়ে আবেগি বেকস
মেসিকে পেয়ে মোহিত বেকস

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: লিয়োনেল মেসি (Lionel Messi) বার্সেলোনায় (Barcelona) ফিরলেন না। সৌদির ক্লাব আল হিলালে (Al Hilal) গিয়েও এশিয়ান ফুটবলের স্বাদ নিলেন না। মেসি খেলছেন মেজর লিগ সকারে (MLS)। এলএমটেন এখন ইন্টার মায়ামির (Inter Miami)। ম্যাঞ্চেস্টার ইউনাইটেড (Man Utd) ও ইংল্যান্ডের (England) প্রাক্তন কিংবদন্তি ডেভিড বেকহ্যামের (David Beckham) ডাকে সাড়া দিয়েই মেসি আমেরিকায়। মেসি আগামী ২১ জুলাই ক্রুজ আজুলের বিরুদ্ধে ইন্টার মায়ামির জার্সিতে অভিষেক করতে চলেছেন। লডারহিলের ডিআরভি পিএনকে স্টেডিয়াম দেখবে এলএম টেনের ম্যাজিক। আর তার আগেই মেসির সঙ্গে ছবি শেয়ার করে ক্লাবের কর্ণধার ও সভাপতি বেকস আবেগি হয়ে পড়লেন। তিনি লিখলেন, 'স্বপ্ন বাস্তবে পরিনণত হল!'

আরও পড়ুন: Lionel Messi: মায়ামিতে দুর্ঘটনার কবলে মেসির গাড়ি, কেমন আছেন বিশ্বজয়ী সুপারস্টার?

 
 
 

 


 
 
 
 
 
 
 
 
 
 
 

 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

 

এদিন ইন্টার মায়ামি একটি ভিডিয়ো পোস্ট করেছে। সেখানে বেকস বলেছেন, 'আমাদের গল্পের পরবর্তী অধ্যায় শুরু হল। দশ বছর আগে আমি যখন ইন্টার মায়ামির সঙ্গে যাত্রা শুরু করেছিলাম, আমি স্বপ্ন দেখতাম, বিশ্বের শ্রেষ্ঠ প্লেয়ারদের মায়ামিতে আনার। আমি যখন এলএ গ্যালাক্সিতে যোগ দিয়েছিলাম, তখন এই দেশে ফুটবলের উন্নতির জন্য সাহায্য করেছিলাম। একটা উত্তরাধিকার তৈরি করতে চেয়েছিলাম, যারা এই খেলাটা খুবই ভালোবাসে। আজ আমার স্বপ্নপূরণ হল।  এর চেয়ে বেশি গর্বিত হতে পারতাম না। লিয়োর মানের একজন আমাদের ক্লাবে যোগ দিল। আমার বন্ধুকে স্বাগত জানাতে পেরে আমি আনন্দিত। অসাধারণ মানুষ ও। ওর পরিবারকেও ইন্টার মায়ামি কমিউনিটিতে স্বাগত জানাচ্ছি আমি।' 

মেসি মায়ামিতে পা রাখার আগেই বেকসের ক্লাব নিয়ে এসেছে নতুন কোচকে। ফিল নেভিলের জায়গায় এসেছেন জেরার্ডে 'টাটা' মার্টিনো। অতীতে এই মার্টিনো মেসির সঙ্গে কাজ করেছেন বার্সেলোনাও আর্জেন্টিনায়। ফের গুরু-শিষ্য একসঙ্গে। মার্টিনো-মেসি জুটি বার্সায় দেখা গিয়েছে ২০১৩-১৪ মরসুমে। আর্জেন্টিনায় মেসিকে ২০১৪-১৬ পর্যন্ত কোচিং করিয়েছেন মার্টিনো। শেষবার মেক্সিকো জাতীয় দলের কোচ হিসেবে পাওয়া গিয়েছে মার্টিনোকে। তিনি কিন্তু মার্কিন ফুটবলে নতুন নন। আটলান্টা ইউনাইটেডকে দুই মরসুম কোচিং করিয়েছেন। ২০১৮ সালে জিতিয়েছেন এমএলএস কাপ। শুধু মার্টিনোকে এনেই থামবে না ইন্টার মায়ামি। ক্লাবের নজরে আরও পাঁচ তারকা। ঘটনাচক্রে যাঁরা সকলেই মেসির সঙ্গে খেলেছেন  ক্লাবে কিংবা দেশে। জর্ডি আলবা, সের্জিও বুসকেটস, অ্যানহেল ডি মারিয়া, মার্কো ভেরাতি, লিয়ান্দ্রো পারেডেসকে টার্গেট করেছে মেসির ক্লাব।

 

আরও পড়ুন: WATCH: চূড়ান্ত বোল্ড ভিডিয়ো, লজ্জায় ঢাকতে হবে চোখ, লাস্যের রানিকে সতর্ক করল ইনস্টাও!

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)  

.