লা লিগায় কবে মাঠে নামছেন মেসিরা, জেনে নিন

আগামী মরশুমের কথা চিন্তা করে দ্রুত লিগ শেষ করার ভাবনা রয়েছে লিগ কর্তৃপক্ষের এমনটাই জানিয়েছেন আগুইরে।

Updated By: May 8, 2020, 06:28 PM IST
লা লিগায় কবে মাঠে নামছেন মেসিরা, জেনে নিন

নিজস্ব প্রতিবেদন: করোনা আতঙ্ক কাটিয়ে ধীরে ধীরে ফুটবল ফিরছে ইউরোপে। মে মাসের মাঝেই শুরু হয়ে যাচ্ছে জার্মান বুন্দেশলিগা। ৬ মে থেকে জার্মান ঘরোয়া লিগ শুরু করার ব্যাপারে সবুজ সংকেত দিয়েছেন জার্মান চ্যান্সেলর।  ইতালিতেও ধীরে ধীরে অনুশীলনে ফিরছে ক্লাবদলগুলি। স্প্যানিশ লা লিগা শুরুর ব্যাপারেও কথাবার্তা চলছে। সবকিছু ঠিক ঠাক চললে ২০ জুন থেকে ফের শুরু হতে পারে লা লিগ , জানালেন লেগানেসের কোচ।

এদিকে বাধ্যতামূলক কোভিড-19 টেস্ট করার পর শুক্রবার থেকেই স্বাস্থ্যবিধি মেনে অনুশীলন শুরু করেছে বার্সোলোনা। রিয়াল মাদ্রিদ, অ্যাটলেটিকো মাদ্রিদ সহ লা লিগার বাকি ক্লাবগুলো ধীরে ধীরে তাদের ফুটবলার সাপোর্ট স্টাফদের কোভিড-19 পরীক্ষা করতে শুরু করেছে।  

প্রাণঘাতী করোনার জন্য মার্চ মাস থেকে লা লিগা বন্ধ রয়েছে। তবে কবে থেকে লিগ শুরু হবে সে ব্যাপারে লা লিগা কর্তৃপক্ষ সরকারিভাবে কিছু জানায়নি। তবে লা লিগার দল লেগানেসের কোচ জাভিয়ের আগুইরে জানিয়েছেন, ২০ জুন থেকে ফের শুরু হবে লা লিগা এবং শেষ হবে ২৬ জুলাইয়ের মধ্যে। আগামী মরশুমের কথা চিন্তা করে দ্রুত লিগ শেষ করার ভাবনা রয়েছে লিগ কর্তৃপক্ষের এমনটাই জানিয়েছেন আগুইরে।

আরও পড়ুন - ISL-আই লিগে বিদেশি কমানোর পক্ষে সায় দিল শ্যাম থাপার কমিটি!

.