আইপিএলে ফিরছে চেন্নাই সুপার কিংস এবং রাজস্থান রয়্যালস, অধিনায়কত্বে ফিরবেন ধোনি
দু বছরের নির্বাসন কাটিয়ে IPL-র মূলস্রোতে ফিরতে চলেছে চেন্নাই সুপার কিংস এবং রাজস্থান রয়্যালস। ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফ থেকে জানানো হয়েছে ২০১৮ -র নতুন IPL নিলামে ডাকা হবে CSK আর RR-কে । ২০০৮ সালে আটটি ফ্র্যাঞ্চাইজিকে নিয়ে শুরু হয়েছিল ক্রিকেট বিশ্বে নয়া বিপ্লব। যার মেয়াদ ছিল দশ বছর। চলতি IPL-র পর শেষ হয়ে যাবে আটটি ফ্র্যাঞ্চাইজির সঙ্গে বোর্ডের চুক্তি । আগামী বছর আবার নতুন করে নতুন ফ্র্যাঞ্চাইজির নিলাম হবে । তবে নিলামে অগ্রাধিকার দেওয়া হবে পুরোন আটটি ফ্র্যাঞ্চাইজিকে ।
ওয়েব ডেস্ক: দু বছরের নির্বাসন কাটিয়ে IPL-র মূলস্রোতে ফিরতে চলেছে চেন্নাই সুপার কিংস এবং রাজস্থান রয়্যালস। ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফ থেকে জানানো হয়েছে ২০১৮ -র নতুন IPL নিলামে ডাকা হবে CSK আর RR-কে । ২০০৮ সালে আটটি ফ্র্যাঞ্চাইজিকে নিয়ে শুরু হয়েছিল ক্রিকেট বিশ্বে নয়া বিপ্লব। যার মেয়াদ ছিল দশ বছর। চলতি IPL-র পর শেষ হয়ে যাবে আটটি ফ্র্যাঞ্চাইজির সঙ্গে বোর্ডের চুক্তি । আগামী বছর আবার নতুন করে নতুন ফ্র্যাঞ্চাইজির নিলাম হবে । তবে নিলামে অগ্রাধিকার দেওয়া হবে পুরোন আটটি ফ্র্যাঞ্চাইজিকে ।
* ২০১৮-র নতুন IPL নিলামে ডাকা হবে CSK আর RR-কে।
* চেন্নাই দল ইতিমধ্যেই কামব্যাকের প্রস্তুতি শুরু করে দিয়েছে।
* অধিনায়ক হিসেবেই চেন্নাই সুপার কিংস-এ কামব্যাক করতে চলেছেন মহেন্দ্র সিং ধোনি।
* রাজস্থান রয়্যালসের আর্থিক সমস্যা রয়েছে। তাঁরা নতুন বিনিয়োগকারী খুঁজছেন।
* রয়্যাল চ্যালেজ্ঞার্স বেঙ্গালুরুর বিনিয়োগ সংস্থা ডিয়াজিও এককভাবে নয়, য়ৌথ মালিকানায় আগামী IPL-এ অংশ নিতে চায়।
বর্তমান পরিস্থিতিতে ২০১৮ -র নতুন IPL নিলামে কড়া দৃষ্টি সুপ্রিম কোর্ট নিযুক্ত প্রশাসনিক কমিটির।