Rishabh Pant In CSK: রাজধানী ছেড়ে এবার চেন্নাই এক্সপ্রেসে পন্থ? হাতে ৫৫ কোটি নিয়ে সিএসকে কর্তার বিরাট আপডেট

Rishabh Pant In CSK: আসন্ন আইপিএলে ঋষভ পন্থকে কি চেন্নাই সুপার কিংসে দেখা যাবে? হাতে ৫৫ কোটি নিয়ে সিএসকে কর্তার বিরাট আপডেট

Updated By: Nov 10, 2024, 08:34 PM IST
Rishabh Pant In CSK: রাজধানী ছেড়ে এবার চেন্নাই এক্সপ্রেসে পন্থ? হাতে ৫৫ কোটি নিয়ে সিএসকে কর্তার বিরাট আপডেট
পন্থ কি চেন্নাইয়ে?

 

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ৩১ অক্টোবর অর্থাত্‍ গত বৃহস্পতিবার, বিকেলের ভিতর ১০ দলকেই খেলোয়াড় ধরা-ছাড়ার তালিকা দিতে হত। বিসিসিআই-এর নির্দেশ মতোই সকল আইপিএল টিম রিটেনশন লিস্ট জমা দিয়েছে। দিল্লি ক্য়াপিটালস (Delhi Capitals, DC) এবার ধরে রেখেছে অক্ষর প্যাটেল (Axar Patel), অভিষেক পোড়েল (Abhishek Porel), ট্রিস্টান স্টাবস (Tristan Stubbs) ও কুলদীপ যাদবকে (Kuldeep Yadav)। দিল্লি ছেড়ে দিয়েছে তাদের অধিনায়ক ঋষভ পন্থকে (Rishabh Pant)। যার মানে ঋষভ ঝড় তুলতে চলেছেন মেগা নিলামে। দিল্লির হয়ে ৮ মরসুম খেলে ঋষভ এবার অন্য় দলে ঢুকে পড়বেন। ঋষভ কোন দলে খেলবেন? 

আরও পড়ুন: অন্ধকার ঘরে আদিম খেলায় দেশের স্টার ক্রিকেটার ! মডেল-বান্ধবীদের সঙ্গে ৫৭ সেকেন্ডে...

সিএসকে-র প্রাক্তন সুপারস্টার সুরেশ রায়না জিয়ো সিনেমায় দেওয়া এক সাক্ষাত্‍কারে বলেছিলেন,' আমি দিল্লিতে ধোনি ও পন্থের সঙ্গে দেখা করেছি। দ্রুত একজনকে হলুদ জার্সিতে দেখা যাবে।' সিএসকে-র 'ঘরের ছেলে' রায়না সাফ বলেই দিয়েছিলেন যে, রাজধানী ছেড়ে এবার চেন্নাই এক্সপ্রেসে উঠছেন পন্থ। সিএসকে সিইও কাশী বিশ্বনাথন যে বার্তা দিলেন, তাতে করে কিন্তু সেই সম্ভাবনা আর দেখা যাচ্ছে না। নিলামে ৫৫ কোটি টাকা খরচ করতে পারবে সিএসকে। ফলে বিশ্বনাথের টিম জানে যে, তাঁদের ঠিক কী কী করতে হবে! তারা কী পাবে আর কী পাবে না!

বিশ্বনাথন এক সাক্ষাত্‍কারে বলেন, 'দেখুন, রিটেনশনের আগে অধিনায়ক রুতুরাজ, এমএস ধোনি ও কোচ স্টিফেন ফ্লেমিংয়ের সঙ্গে আলোচনা করেছিলাম। একটা বিষয়ে খুব স্পষ্ট ছিলাম, অতীতে যে খেলোয়াড়রা দলকে বেড়ে উঠতে এবং স্থিতিশীল করতে সাহায্য করেছে, আগামী দিনে তাদেরকেই সিএসকে-র জন্য় ধরে রাখা অত্য়ন্ত গুরুত্বপূর্ণ হবে। এমএস, রুতুরাজ, জাড্ডু, শিবম, ও পাথিরানার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া সহজ হয়েছিল। কিন্তু আমরা জানতাম যে এই খেলোয়াড়দের ধরে রাখলে, নিলামে আমাদের পার্স কম থাকবে। আমরা জানতাম যে, ভারতের সেরা খেলোয়াড়দের নেওয়ার ক্ষেত্রে আমরা অন্য দলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে পারব না। তবে আমরা এখনও চেষ্টা করব, কিন্তু আমি মনে করি না যে, আমরা নিলামে তাদের পেতে সক্ষম হব।' বিশ্বনাথনের কথায় বোঝাই যাচ্ছে যে, পন্থকে তাঁরা ধাওয়া করবেন না। কারণ পন্থ যে বিরাট দামেই নিলামে বিক্রি হবেন, তা এখনই বলে দেওয়া যায়।

সিএসকে রুতুরাজ গায়কোয়াড় (১৮ কোটি টাকা), মাথিশা পাথিরানা (১৩ কোটি), শিবম দুবে (১২ কোটি), রবীন্দ্র জাদেজার (১৮ কোটি) সঙ্গেই ধোনিকে ধরে রেখেছে। যেখানে বাকিরা পাচ্ছেন দুই অঙ্কের সেখানে ধোনি পাচ্ছেন মাত্র ৪ কোটি টাকা! ধোনি এক-দুই কোটি টাকা নয়, ৮ কোটি টাকা ছেড়ে দিয়েছেন। তিনি পেতেন ১২ কোটি টাকা। পাবেন ৪ কোটি টাকা।

আরও পড়ুন: ক্রিকেট ছেড়ে 'ডাক্তারি' শুরু পাক নক্ষত্রের! নেটপাড়ার চর্চায় বাবরের এই ভিডিয়ো...

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)  

.