হাফ টাইমে করোনা পজিটিভ ফুটবলার! তুরস্ক-ক্রোয়েশিয়া ম্যাচে হইচই

তুরস্কের বিরুদ্ধে প্রদর্শনী ম্যাচে ক্যাপ্টেনের আর্মব্যান্ড ছিল ক্রোয়েশিয়ার ডমাগজ ভিদার হাতেই।

Edited By: সুখেন্দু সরকার | Updated By: Nov 13, 2020, 05:14 PM IST
হাফ টাইমে করোনা পজিটিভ ফুটবলার! তুরস্ক-ক্রোয়েশিয়া ম্যাচে হইচই
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদন:  ফিফা ফ্রেন্ডলি ম্যাচে মুখোমুখি হয়েছিল ক্রোয়েশিয়া ও তুরস্ক। ম্যাচের হাফ টাইমে ড্রেসিংরুমে ফিরে ক্রোয়েশিয়ার অধিনায়ক ভিদা জানতে পারেন তিনি করোনা পজিটিভ। যা নিয়ে হইচই পড়ে গিয়েছে।

তুরস্কের বিরুদ্ধে প্রদর্শনী ম্যাচে ক্যাপ্টেনের আর্মব্যান্ড ছিল ক্রোয়েশিয়ার ডমাগজ ভিদার হাতেই। ম্যাচের প্রথমার্ধ তিনি খেললেন পাল্লা দিয়েই। এরপর হাফ টাইমে ড্রেসিংরুমে গিয়ে জানতে পারেন তাঁর করোনা পরীক্ষার ফল পজিটিভ এসেছে।সোমবারই করোনা পরীক্ষা করিয়েছিলেন ভিদা। তখন সেই পরীক্ষার ফল এসেছিল নেগেটিভ। ম্যাচের দিন সকালে আবার পরীক্ষা করেন তিনি। সেই পরীক্ষার ফল আসে পজিটিভ। সঙ্গে সঙ্গে আইসোলেশনে চলে যান ভিদা। দ্বিতীয়ার্ধে অবশ্য আর মাঠে নামেননি তিনি।

আগামী ১০ দিন আইসোলেশনেই থাকবেন ক্রোট অধিনায়ক ভিদা। তবে ভালো খবর, ক্রোয়েশিয়ার বাকি ফুটবলারদের করোনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছে। ম্যাচটি শেষ পর্যন্ত ৩-৩ গোলে ড্র হয়।

 

আরও পড়ুন- সিডনিতে কোয়ারেন্টিনে টিম ইন্ডিয়া, ক্যাপ্টেন কোহলির জন্য বিশেষ সুইট

.