ইংল্যান্ডকে হারিয়ে প্রথমবার বিশ্বকাপ ফাইনালে ক্রোয়েশিয়া
ইংল্যান্ড ১ (ট্রিপার ৫) : ক্রোয়েশিয়া ২ (পেরিসিচ ৬৮, মানজুকিচ ১০৯)
নিজস্ব প্রতিবেদন : ৫২ বছর পর বিশ্বকাপ জয়ের লক্ষ্যে এসে আবার পথ হারাল ইংল্যান্ড। ইংরেজদের স্বপ্ন গুঁড়িয়ে প্রথমবার বিশ্বকাপের ফাইনালে উঠে ইতিহাস গড়ল ক্রোয়েশিয়া। ইংল্যান্ডকে ২-১ গোলে হারাল ক্রোটরা। ১৫ জুলাই মস্কোতে মেগা ফাইনালে মুখোমুখি ফ্রান্স-ক্রোয়েশিয়া।
#CRO WIN! @HNS_CFF are in the #WorldCupFinal! #CROENG // #WorldCup pic.twitter.com/nAdhl2xumJ
— FIFA World Cup (@FIFAWorldCup) July 11, 2018
বুধবার মস্কোর লুঝনিকি স্টেডিয়ামে খেলা শুরুর পাঁচ মিনিটেই এগিয়ে যায় ইংল্যান্ড। সৌজন্যে কেইরান ট্রিপারের দুরন্ত ফ্রি কিক। প্রথমার্ধে আরও দুটি সহজ সুযোগ পেয়েছিল ইংল্যান্ড। কিন্তু ব্যবধান বাড়াতে পারেনি হ্যারি কেনরা। তাহলে হাফ টাইমের আগেই লড়াই থেকে ছিটকে যেত ক্রোয়েশিয়া। দ্বিতীয়ার্ধে পাল্টা আক্রমণে লড়াইয়ে ফেরে ক্রোটরা। ৬৮ মিনিটে ইভান পেরিসিচের গোলে সমতায় ফেরে ক্রোয়েশিয়া। কিছুক্ষণ পর ফের এগিয়ে যাওয়ার সুযোগ ছিল ক্রোয়েশিয়ার সামনে। কিন্তু সে যাত্রায় গোলপোস্টের বদান্যতায় রক্ষা পায় ইংল্যান্ড।
আরও পড়ুন - বেলজিয়ামের অশ্বমেধের ঘোড়া থামিয়ে বিশ্বকাপ ফাইনালে ফ্রান্স
নির্ধারিত সময়ে খেলার ফল ১-১। খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। অতিরিক্ত সময়েরদ্বিতীয়ার্ধে ম্যাচের ১০৯ মিনিটে মারিও মানজুকিচের গোলে এগিয়ে যায় ক্রোয়েশিয়া। ২৮ বছর পর বিশ্বকাপের সেমি ফাইনালে উঠলেও হারতে হল থ্রি লায়ন্সদের। বিশ্বকাপের ইতিহাসে পরিসংখ্যান বলছে, দেশের বাইরে কখনও সেমিফাইনালে জিততে পারেনি ইংল্যান্ড। এবার সেই ধারা বজায় থাকল রাশিয়ায়। অন্যদিকে ১৯৯৮ সালে বিশ্বকাপে অভিষেক হওয়া ক্রোয়েশিয়া প্রথমবার পৌঁছে গেল বিশ্বকাপের ফাইনালে।