Cristiano Ronaldo র কি এটাই শেষ Euro? কোন অঙ্কে শেষ ষোলোতে যেতে পারে পর্তুগাল

৩৬ বছরের রোনাল্ডো যেন 'ওল্ড ওয়াইন'! তাঁর ফিটনেস এবং ফর্ম এখনও তরুণদের কাছে ঈর্ষণীয়।

Updated By: Jun 23, 2021, 06:07 PM IST
Cristiano Ronaldo র কি এটাই শেষ Euro? কোন অঙ্কে শেষ ষোলোতে যেতে পারে পর্তুগাল

নিজস্ব প্রতিবেদন: বুধবার অর্থাৎ আজ রাতে ১২টা ৩০ মিনিটে (ভারতীয় সময়ে) পর্তুগাল মুখোমুখি হচ্ছে ফ্রান্সের। হাঙ্গেরির ফেরেন পুসকাস স্টেডিয়ামে অগ্নিপরীক্ষার সামনে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo) অ্যান্ড কোং। দেখতে গেলে গতবারের চ্যাম্পিয়ন দলের কাছে ডু-অর-ডাই ম্যাচ! আজও পর্তুগাল দলের প্রাণভোমরা সেই রোনাল্ডো। সাত নম্বর জার্সিধারীর ওপর গোটা দলের বোঝা। তিনি যেদিন জ্বলে উঠবেন সেদিন ইতিহাস লেখা হয়ে যাবে।

আরও পড়ুন: UEFA EURO 2020: Luka Modric কি টুর্নামেন্টের সেরা গোলটা করে ফেলেলন? রইল ভিডিয়ো

৩৬ বছরের রোনাল্ডো যেন 'ওল্ড ওয়াইন'! তাঁর ফিটনেস এবং ফর্ম এখনও তরুণদের কাছে ঈর্ষণীয়। সর্বোচ্চ পাঁচবার ইউরো কাপ খেলার একমাত্র নজির রয়েছে সিআর সেভেনের। এমনকী টুর্নামেন্টের সর্বোচ্চ গোলের (১২) মালিকও তিনি। চার বছর ফের যখন ইউরো হবে তখন আদৌ রোনাল্ডো খেলবেন কি না তা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। রোনাল্ডোর বয়স তখন হবে ৪০। যেহেতু নামটা রোনাল্ডো সেহেতু নিশ্চিত ভাবে বলা যায় না যে, তিনি আর দেশের হয়ে পরেরবার ইউরো খেলেবন না। তবে ফুটবলমহলের অধিকাংশই মনে করছেন এটাই পর্তুগিজ মহাতারকার শেষ ইউরো কাপ।গতবার দেশকে ট্রফি দেওয়া রোনাল্ডোর সামনে এখন চলতি ইউরোর পরের রাউন্ডে যাওয়াই কার্যত বিরাট চ্যালেঞ্জের।
 

রোনাল্ডোদের সামনে ঠিক কী রাস্তা খোলা আছে পরের রাউন্ডে যাওয়ার জন্য:

১) ফ্রান্সকে হারাতে পারলেই পর্তুগালের পরের রাউন্ডে খেলা প্রায় নিশ্চিত। লিগ টেবিলে প্রথম দুয়ে থেকেই তাদের শেষ ষোলোর টিকিট নিশ্চিত একথা বলাই যায়। তবে জার্মানি-হাঙ্গেরি ম্যাচের দিকেও চোখ রাখতে হবে।

 

২) ফ্রান্সের সঙ্গে ড্র করলেও পর্তুগাল নকআউট খেলতে পারবে। তাহলে ফ্রান্সের সঙ্গে সমসংখ্যক পয়েন্ট হয়ে যাবে। গোল পার্থক্যে পর্তুগাল এগিয়ে থাকবে। 

৩) পর্তুগাল যদি হেরে যায় তাহলে তৃতীয় স্থানাধিকারী অন্যতম সেরা দল হয়ে নকআউটে যেতে পারবে, কিন্তু কোনও ভাবেই ২ গোলের বেশি ব্যবধানে হারা যাবে না রোনাল্ডোদের।

৪) পর্তুগাল যদি ফ্রান্সের কাছে ২ গোলের বেশি ব্যবধানে হারে তাহলে পর্তুগালকে অপেক্ষা করতে হবে গ্রুপ 'ই'-র ফলাফলের দিকে।
 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

 

.