Covid 19, IPL 2022: কেন Rajasthan Royals-এর বিরুদ্ধে ডাগ আউটে নেই Ricky Ponting? জানতে পড়ুন
পঞ্জাব কিংসের বিরুদ্ধে মাঠে নামার আগেও সমস্যার মুখে পড়েছিল দিল্লি। ম্যাচের আগে করোনায় আক্রান্ত হয়ে ছিটকে গিয়েছিলেন মিচেল মার্শ। এরপর টিম সেইফার্টও ব়্যাপিড অ্যান্টিজেন টেস্টে করোনা আক্রান্ত চিহ্নিত হয়েছিলেন।
নিজস্ব প্রতিবেদন: চলতি আইপিএল-এ কোভিড (Covid 19) নামক ভাইরাস কিছুতেই দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) পিছন ছাড়তে চাইছে না। ফের একবার মারণ ভাইরাস হানা দেওয়ার জন্য জর্জরিত ঋষভ পন্থের (Rishabh Pant) দল। এ বার দলের হেড কোচ রিকি পন্টিংয়ের (Ricky Ponting) পরিবারের এক সদস্য ভাইরাসে আক্রান্ত হলেন। ফলে তাঁকে নিভৃতবাসে থাকতে হবে। তাই দলের হোটেলেই থাকবেন তিনি। তাই শুক্রবার রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) বিরুদ্ধে ডাগ আউটে বসতে পারবেন না অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক।
তবে এটা প্রথম ইস্যু নয়। পঞ্জাব কিংসের বিরুদ্ধে মাঠে নামার আগেও সমস্যার মুখে পড়েছিল দিল্লি। ম্যাচের আগে করোনায় আক্রান্ত হয়ে ছিটকে গিয়েছিলেন মিচেল মার্শ (Mitchell Marsh)। এরপর টিম সেইফার্টও (Tim Seifert) ব়্যাপিড অ্যান্টিজেন টেস্টে করোনা আক্রান্ত চিহ্নিত হয়েছিলেন। যদিও শেষ পর্যন্ত পঞ্জাব ম্যাচ নিরাপদে আয়োজিত করা হয়েছিল।
OFFICIAL STATEMENT:
A family member of Delhi Capitals Head Coach Ricky Ponting has tested positive for COVID-19. The family has now been moved into an isolation facility and is being well taken care of. pic.twitter.com/FrQXjlSYRI
Delhi Capitals (@DelhiCapitals) April 22, 2022
গত ১৫ এপ্রিল দিল্লি দলের ফিজিও প্যাট্রিক ফারহার্ট (Patrick Farhart) প্রথম করোনা আক্রান্ত হন। ঠিক তারপরের দিনই দলের স্পোর্টস মাসাজ থেরাপিস্ট চেতন কুমারের (Chetan Kumar) করোনা রিপোর্ট পজিটিভ আসে। এরপর গত ১৮ এপ্রিল দলের অজি অলরাউন্ডার মিচেল মার্শ (Mitchell Marsh), টিমের ডাক্তার অভিজিৎ সালভি (Dr Abhijit Salvi) ও সোশ্যাল মিডিয়া কন্টেন্ট টিমের সদস্য আকাশ মানের ( Akash Mane) শরীরে বাসা বাঁধে মারণ ভাইরাস। আক্রান্ত এই পাঁচ সদস্য আপাতত নিভৃতবাসে মেডিক্যাল পর্যবেক্ষণে রয়েছেন।
বৃহস্পতিবার এবং শুক্রবার দিল্লির সমস্ত ক্রিকেটার, সাপোর্ট স্টাফ এবং পরিবারের সদস্যদের র্যাপিড অ্যান্টিজেন পরীক্ষা হয়। সবার রিপোর্ট নেগেটিভ এলেও পন্টিংয়ের পরিবারের এক সদস্যের ফল পজিটিভ এসেছে। পন্টিং নিজেও নেগেটিভ। পন্টিং না থাকায় প্রবীণ আমরে, অজিত আগরকর, জেমস হোপস এবং শেন ওয়াটসনের দলকে কোচিংয়ের দায়িত্ব সামলাতে হবে।
আরও পড়ুন: Mike Tyson: বিমানে ঘুসিকাণ্ড! সহযাত্রীর মুখ ফাটিয়ে ফের বিতর্কে প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন