ভাল আছেন করোনা ভাইরাসে আক্রান্ত বাংলার রঞ্জিজয়ী ক্রিকেটার

আগের থেকে এখন অনেকটাই সুস্থ বোধ করছেন বাংলার রঞ্জিজয়ী এই পেসার।

Updated By: May 30, 2020, 03:55 PM IST
ভাল আছেন করোনা ভাইরাসে আক্রান্ত বাংলার রঞ্জিজয়ী ক্রিকেটার

নিজস্ব প্রতিবেদন— করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন সিএবি নির্বাচক তথা বাংলার প্রাক্তন ক্রিকেটার সাগরময় সেন শর্মা। চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন তিনি। জানা গিয়েছে, আগের থেকে এখন তিনি অনেকটাই ভাল আছেন। দিনকয়েক আগে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন প্রাক্তন ক্রিকেটারের স্ত্রী। পেট খারাপের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন সাগরময় সেন শর্মার স্ত্রী। এর পরই তাঁর স্ত্রীর করোনা টেস্ট করানো হয়েছিল। রিপোর্ট পজিটিভ আসে। স্ত্রীর মারফত তিনিও করোনায় আক্রান্ত হন। রাজহারহাটের কোয়ারেন্টাইন সেন্টারে নিয়ে যাওয়া হয়েছিল তাঁকে।

আরও পড়ুন— সত্যিকারের নায়ক! ভয়াবহ আগুন থেকে ৪০ জন মানুষকে বাঁচালেন ক্রিকেটার

বাংলার প্রাক্তন ক্রিকেটারের সঙ্গে বৃহস্পতিবার রাতেই যোগাযোগ করেন সিএবি সভাপতি অভিষেক ডালমিয়া। এই দুঃসময় সাগরময় ও তাঁর স্ত্রীর পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন সিএবি সভাপতি। কয়েক সপ্তাহ আগে করোনায় আক্রান্ত হয়েছিলেন সাগরময় সেন শর্মার স্ত্রী। শুক্রবার শ্বাসকষ্টের সমস্যা হওয়ায় সাগরময় সেন শর্মাকে বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। আগের থেকে এখন অনেকটাই সুস্থ বোধ করছেন বাংলার রঞ্জিজয়ী এই পেসার। ইতিমধ্যে সিএবির পক্ষ থেকে বেশি কিছু গাইডলাইন দেওয়া হয়েছে। করোনা পরবর্তী সময় প্র্যাকটিস সেশন ও ক্রিকেট ফিরলেও ক্রিকেটারদেরও সেইসব নিয়ম মেনে চলতে হবে।  

.