কেরিয়ারের ৯০০তম ম্যাচে হার মেসির
গোটা দুয়েক সুযোগ মেসি পেলেও তা নষ্ট করেন তিনি
নিজস্ব প্রতিবেদন : নিজের কেরিয়ারের ৯০০তম ম্যাচে হেরে গেলেন লিয়োনেল মেসি। বুধবার রাতে কোপা ডেলরে-র সেমিফাইনাল ম্যাচে সেভিয়ার কাছে ২-০ গোলে হেরে গেল বার্সেলোনা। নিজের কেরিয়ারে মেসি সবথেকে বেশী গোল করেছেন সেভিয়ার বিরুদ্ধেই এবং সেভিয়ার মুখোমুখি হলেই যেন নিজের সেরাটা খুঁজে পান তিনি। সেভিয়ার বিরুদ্ধে ৪১টি ম্যাচে ৩৭টি গোল করেন তিনি।
কিন্তু এই ম্যাচে মেসি যেন কিছুতেই নিজের ছন্দ খুঁজে পাচ্ছিলেন না। গোটা ম্যাচে প্রায় তাঁকে নজরেই পড়েনি। গোটা দুয়েক সুযোগ মেসি পেলেও তা নষ্ট করেন তিনি। এই নিয়ে সব প্রতিযোগীতা মিলিয়ে টানা ৮টি ম্যাচ জিতল সেভিয়া। প্রথমার্ধে জুলস কোন্ডে গোল করে সেভিয়াকে এগিয়ে দেন। দ্বিতীয়ার্ধের শেষদিকে বার্সেলোনার প্রাক্তনী ইভান রাকিটিচ ব্যবধান বাড়ান। ২৭শে ফেব্রুয়ারি ক্যাম্প নুতে ফিরতি লেগের ম্যাচে ফের মুখোমুখি হবে এই দুই দল।
আরও পড়ুন : England-র কাছে হারলেও Indian Team-র প্রশংসায় উসেন বোল্টের প্রাক্তন সতীর্থ
বার্সার কোচ রোনাল্ড কোম্যান জানান পরিস্থিতি রীতিমতো কঠিন হলেও তারা আশা ছাড়ছেন না। ঘরের মাঠে সেভিয়াকে বড় ব্যবধানে হারিয়ে প্রত্যাবর্তন ঘটাতে আশাবাদী তিনি। তিনি জানান, দল যে কোনো পরিস্থিতির মোকাবিলা করতে প্রস্তুত।
এটি বার্সেলোনার হয়ে মেসির ৭৫৮তম ম্যাচ ছিল, এর সঙ্গে তিনি আর্জেন্টিনার হয়ে ১৪২টি ম্যাচ খেলেছেন ইতিমধ্যেই।