Copa America 2021: স্বপরিবারে আর্জেন্টিনার পথে Messi, তাঁর দেশে কি আদৌ হবে টুর্নামেন্ট? রইল ভিডিয়ো
শোনা যাচ্ছে করোনা সংক্রমণের জন্য আর্জেন্টিনাকেও নাকি কোপা আয়োজন থেকে দূরে রাখা হতে পারে!
নিজস্ব প্রতিবেদন: একের পর এক বাধার সন্মুখীন কোপা আমেরিকা (Copa America 2021) । আগামী ১৩ জুন থেকে লাতিন আমেরিকার শ্রেষ্ঠ ফুটবল আসর শুরু হবে বলে ঠিক থাকলেও, ভেন্যু কিন্তু এখনও চূড়ান্ত করা গেল না। ইতিমধ্যেই রাজনৈতিক অস্থিরতায় কলম্বিয়ার থেকে কোপা আয়োজনের অধিকার কেড়েছে কনমেবল (CONMEBOL)। জানা যাচ্ছিল যে, যুগ্ম ভাবে নয়, মেসির দেশ আর্জেন্তিনাই একক ভাবে কোপার আয়োজক হবে। কিন্তু এখন শোনা যাচ্ছে করোনা সংক্রমণের জন্য আর্জেন্টিনাকেও নাকি কোপা আয়োজন থেকে দূরে রাখা হতে পারে। অন্যদিকে মেসি স্বপরিবারে স্পেন ছেড়ে আর্জেন্টিনার পথে রওনা দিলেন কোপার জন্য। মেসিকে বার্সেলোনার এল প্রাট বিমানবন্দরে দেখা গেল বুধবার।
Leo Messi pone rumbo a Argentina
Deja Barcelona sin renovar con el @FCBarcelona
Mañana se concentra con la Selección de @Argentina para la #CopaAmerica2021
@victor_nahe pic.twitter.com/45fOJ5qSLI
(@partidazocope) May 25, 2021
আরও পড়ুন:মেসিদের Barcelona কে খোঁচা দিয়েই Luis Suarez কে কুর্নিশ করছে Amul
আয়োজক দেশ হিসাবে জো বাইডেনের আমেরিকার নাম উঠে আসছে। এমনটাই রিপোর্ট কলম্বিয়ার ব্লু রেডিয়োর। চিলি, ইকুয়েডর এবং ভেনেজুয়েলা কোপা আয়োজনের ইচ্ছা প্রকাশ করেছে যদিও। কিন্তু এগিয়ে আছে আমেরিকাই। ২০১৬ সালে এই দেশই কোপার আয়োজন করেছিল। ফাইনালে আর্জেন্তিকা হারিয়ে চ্যাম্পিয়ন হয় চিলি। কোপা আমেরিকা হবে ১৩ জুন থেকে ১০ জুলাই। অন্যদিকে ১০ জুলাই থেকে ১ অগাস্ট আমেরিকায় হবে গোল্ড কাপ। মনে করা হচ্ছে মার্কিন মুলুকের কোনও একটি শহরেই হয়তো টুর্নামেন্ট হতে পারে, একাধিক শহর ঘুরে নয়।