Copa America 2019: VAR-এ বাতিল ৩ গোল! ভেনেজুয়েলার কাছে আটকে গেল ব্রাজিল
৬০ শতাংশের ওপর বল পজেশনে রেখেও বিপক্ষের গোলমুখ আর খুলতে পারেনি পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
নিজস্ব প্রতিবেদন : সালভাদরে আটকে গেল সেলেকাওরা। বলিভিয়াকে হারিয়ে কোপা আমেরিকায় অভিযান শুরু করলেও দ্বিতীয় ম্যাচেই ভেনেজুয়েলার কাছে আটকে গেল ব্রাজিল। গ্রুপ-এ র ম্যাচে ভেনেজুয়েলার সঙ্গে গোলশূন্যভাবে ম্যাচ শেষ করল তিতের দল।
এদিন ব্রাজিলের তিন তিনটে গোল বাতিল হয়। প্রথমার্ধে রবের্তো ফিরমিনোর গোল VAR-এর সাহায্য নিয়ে ফাউলের কারণে বাতিল করে দেন রেফারি। দ্বিতীয়ার্ধে অফ সাইডের কারণে বাতিল হয় গ্যাব্রিয়েল জেসুসের গোল। আর খেলার একেবারে শেষ দিকে ফিলিপে কুটিনহোর গোলও VAR-এর সাহায্যে বাতিল করেন রেফারি। ৬০ শতাংশের ওপর বল পজেশনে রেখেও বিপক্ষের গোলমুখ আর খুলতে পারেনি পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
FIM DE JOGO
0 x 0 | #JogaBola #BRAxVEN #CopaAmérica pic.twitter.com/s4Vmefm2P1
— CBF Futebol (@CBF_Futebol) June 19, 2019
ভেনেজুয়েলার সঙ্গে পয়েন্ট নষ্ট করলেও কোপা আমেরিকায় গ্রুপ-এ তে শীর্ষেই থাকল ব্রাজিল। শেষ ম্যাচে শনিবার পেরুর সঙ্গে ড্র করতে পারলেই কোয়ার্টার ফাইনালে চলে যাবে তিতের ব্রাজিল।
আরও পড়ুন - পাক অ্যাথলিটদের ভারতে আসার ছাড়পত্র দিল কেন্দ্র সরকার!