এক বলের সাসপেন্স থ্রিলার ফেরালেন ধারাভাষ্যকাররা
১ বলে ২ রান। ম্যাচ পুরোপুরি বাংলাদেশের পকেটে। তারপরই ধোনির অবিশ্বাস্য স্টাম্প। 'ইতিহাস' লিখে দিল হার্দিক পাণ্ডিয়ার শেষ একটা বল। 'হিরো' থেকে 'জিরো' হয়ে গেল বাংলাদেশ। কপালের দোষে না হয় দেখতেই হল এমন দিন, তা বলে এই রকম খেউড়। তাও কিনা সেই এক বল নিয়ে। আর করলেন কারা? ভারত-বাংলাদেশ ম্যাচের ধারাভাষ্যকাররা।
ওয়েব ডেস্ক: ১ বলে ২ রান। ম্যাচ পুরোপুরি বাংলাদেশের পকেটে। তারপরই ধোনির অবিশ্বাস্য স্টাম্প। 'ইতিহাস' লিখে দিল হার্দিক পাণ্ডিয়ার শেষ একটা বল। 'হিরো' থেকে 'জিরো' হয়ে গেল বাংলাদেশ। কপালের দোষে না হয় দেখতেই হল এমন দিন, তা বলে এই রকম খেউড়। তাও কিনা সেই এক বল নিয়ে। আর করলেন কারা? ভারত-বাংলাদেশ ম্যাচের ধারাভাষ্যকাররা।
এ যেন কাটা ঘেয়ে নুনের ছেটা। একে তো অনভিজ্ঞতার অমন খেসারত তারওপর আবার তা নিয়ে ঠাট্টা-তামাশা। ম্যাচের শেষে কমেন্ট্রি বক্স থেকে মাঠে নেমে এসে সেই এক বল নিয়ে রীতিমত খেউড় করলেন ধারাভাষ্যকাররা। কি করলেন তারা? দেখুন ভিডিও