কোপার সেরা চিলি
কোপা আমেরিকার টানটান উত্তেজনার ফাইনালে মেসির আর্জেন্টিনার মুখোমুখি হয়েছিল চিলি।
Updated By: Jun 27, 2016, 09:27 AM IST
ওয়েব ডেস্ক: কোপা আমেরিকার টানটান উত্তেজনার ফাইনালে মেসির আর্জেন্টিনার মুখোমুখি হয়েছিল চিলি।
আর সেই খেলায় সেরার শিরোপা উঠল আবারও চিলির মাথায়। টাই ব্রেকারে, চার-দুই গোলে জয় ছিনিয়ে এনে গতবারের চ্যাম্পিয়ন চিলি আবারও প্রমাণ করল যে তারাই সেরা। পরপর দু'বারের চ্যাম্পিয়ন চিলির খেলাতেও সেই আত্মবিশ্বাস উঠে এসেছে।
অন্যদিকে, এবারেও স্বপ্ন অধরাই রয়ে গেল এল এম টেনের। তিনি মেসি, আধুনিক ফুটবলে যার শ্রেষ্ঠত্ব মেনে নিয়েছে গোটা ফুটবল দুনিয়া কিন্তু তাঁর নেতৃত্বাধীন আর্জেন্টিনা আবারও চ্যাম্পিয়ন হতে ব্যর্থ। ঠিক শেষ বিশ্বকাপের মতনই এবারেও ফাইনাল পর্যন্ত গিয়েও শেষ জয় আনতে পারল না মেসির আর্জেন্টিনা। একটা পেনাল্টিও মিস করেছেন ক্যাপ্টেন মেসি। এই নিয়ে পরপর তিনটি ফাইনালে হারল আর্জেন্টিনা।